মুফতি ওমর ফারুক সন্দিপীর খলিফা কারী হাবিবুর রহমানের ইন্তেকাল

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
সন্দিপের হজরতের বিশিষ্ট খলিফা কারী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।

আজ (২২ অক্টোবর)  বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরার জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার পাশে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

আল্লামা শাহ আহমদ শফি রহ. এর খলিফা ও সন্দিপের হজরতের জামাতা মুফতি ওমর ফারুক সন্দিপী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ আছরের নামাজের পর নিজের প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম মরজাল মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ সভাপতি আরও জানান, ১৯৭৪ সালে সন্দিপ মাদরাসায় পড়া-লেখা শুরু করে। তিনি সন্দিপের হজরতের প্রিয় ছাত্র ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগের পর তিনি সন্দিপের হজরতের কাছে সুলুকের কাজ করেছেন এবং হজরতের কাছে খেলাফত পেয়েছেন। সন্দিপের হজরতের নির্দেশ তিনি নরসিংদীর রায়পুরায় জামিয়া কাসেমুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করেন।

সন্দিপের হজরতের অন্যতম ৬জন খলিফার একজন কারী হাবিবুর রহমান। অন্যতম ৬ খলিফার মধ্যে ৪জন ইন্তেকাল করেছেন বলে জানান তিনি।



source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0/

0 Comments