Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নিয়োগ প্রত্যাশীরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পড়ে এ কর্মসূচি পালন করছে তারা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। যদিও, প্যানেল করে নয়, প্রচলিত বিধিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। বেশ কয়েকদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছেন প্যানেল প্রত্যাশীরা। মঙ্গলবার সকাল থেকেই আমরণ অনশন কর্মসূচি শুরু করেন প্রার্থীরা। প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়েছেন তারা। অনশনরত প্রার্থীরা বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম সারাদেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য হতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা মোট প্রার্থীর মাত্র ২ দশমিক ৩ শতাংশ। যা থেকে বোঝা যায়, যারা...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। নতুন করে আরও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে। যদি কেউ তালিকা থেকে বাদ পড়েন তারা আপিল করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্প্রসারণে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই অনুযায়ী নকশার কাজ চলছে। আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।’ মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জা...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: টাইম স্কেল দিতে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। পুনর্বিবেচনা না করা হলে আন্দোলন বা আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। গত বৃহস্পতিবার অর্থ বিভাগের চিঠি প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনা করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম বলেন, ‘আমরা তৃতীয় শ্রেণির পদমর্যাদায় ছিলাম। কারণ দুই পদমর্যাদা (তৃতীয় ও দ্বিতীয় শ্রেণি) যুক্ত করে টাইমস্কেল দেওয়া হবে না বলা হয়েছে। অথচ দেশের সব ডিপার্টমেন্ট টাইমস্কেল পেয়েছে।’ মো. আবুল কাসেম আরও বলেন, ‘আমারা আগেও প্রধান শিক্ষক ছিলাম এখনও প্রধান শিক্ষক আছি। দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়ে বাইনেম গেজেট জারি হয়নি। আগেও যে বেতন কোডে পেতাম এখনও সেই কোডেই বেতন পাচ্ছি। তাই টাইম স্কেলের দেওয়ার জন্য পুনর্বিবেচনার আবেদন জানাবো। যদি না পাই সেক্ষেত্রে সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মামলা ও আন্দোলন করবো।’ বাংলাদেশ জার্নাল/কেআই মিডিয়া পার্টনার দেশ দুনিয়া নি...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: বগুড়া শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির মৃত্যু হয়। শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায়নি। জানা যায়, শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তার সোমবার রাত ৮টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোন অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবেই অদ্ভুত আকৃতির এই শিশুটির জন্ম দেন। শিশুটি ছেলে না মেয়ে তা নিশ্চিত হতে পারেনি কর্তব্যরত চিকিৎসকরা। ১৯ বছর বয়সী গৃহবধূর এটিই প্রথম সন্তান ছিলো। বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শামসুজ্জামান বলেন, গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটি জন্মের ৪ ঘণ্টা পরে মৃত্যু হয়েছে। বাংলাদেশ জার্নাল/এনকে মিডিয়া পার্টনার দেশ দুনিয়া নিউজ Source source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%a8%e0%a7%...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মি‌ডিয়া) মো. ওয়ালিদ হোসেন। তি‌নি জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থেকে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার নয়শ ৯৬ পিস ইয়াবা, ৯৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও দুই কেজি নয়শ ৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করেছে পু‌লিশ। বাংলাদেশ জার্নাল/এসএস/এমএম মিডিয়া পার্টনার দেশ দুনিয়া নিউজ Source source https://deshdunianews.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা মোকাবেলা করোনা মোকাবেলায় ইউরোপ ও উত্তর আমেরিকান দেশগুলোকে এশিয়ার দেশগুলো থেকে শিক্ষা নিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। রোগিদের যথাযথ কোয়ারেন্টাইন করতে পেরেছে এশিয়ার দেশগুলো। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সংক্রমিত ব্যক্তিকে যথাযথভাবে কোয়ারেন্টাইন করতে ইউরোপের দেশগুলোর ব্যর্থতার জন্যই সংক্রমণ বেড়েছে। খবর রয়টার্সের। সংস্থাটির জুরুরি বিভাগের প্রধান মাইক রায়র বলেন, গত সপ্তাহে ইউরোপে প্রায় সাড়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ মৃত্যু বেড়েছে অঞ্চলটির অর্ধেক সংখ্যক দেশগুলোতে। অন্যদিকে গত কয়েক কয়েক মাসে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াতে সংক্রমণের হার কমেছে। এসব দেশের জনগন সরকারের বিধিনিষেধ ভালোভাবে মেনে চলেছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এশিয়ার দেশগুলো প্রতিরোধ ব্যবস্থা অব্যহত রাখলেও ইউরোপের অনেক দেশ নিজেদের করোনামুক্ত ঘোষণা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছিলো। তবে এশিয়ান দেশগুলো সতর্কতার সাথে তাদের করোনা পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রচেষ্টা চালিয়ে গেছে। তাই ইউরোপ ও আমেরিকান দেশগুলোকে এশিয়ার মতো কঠোর কোয়...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত বিতর্কের বিষয় নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবারের এ বিতর্কে দুই প্রচারণা শিবির থেকেই আলোচ্যসূচী নিয়ে পাল্টাপাল্টি প্রশ্ন তোলা হচ্ছে। খবর বিবিসির। আলোচ্যবিষয় থেকে বিদেশনীতি বাদ দেয়াকে বাইডেনের পক্ষে সহায়তা বলে অভিযোগ করছে ট্রাম্প শিবির। অন্যদিকে করোনা নিয়ে প্রশ্নের উত্তর না দেয়ার চেষ্টা করছেন ট্রাম্প, অভিযোগ বাইডেন শিবিরের। সোমবার ট্রাম্পের প্রচারণা শিবির থেকে আলোচ্যবিষয় নিয়ে চিঠি পাঠানো হয়েছে বিতর্ক নিয়ন্ত্রণ কমিশনে। ক্যাম্প ম্যানেজার বিল স্টিফেন জানান চিঠির প্রেক্ষিতে আলোচ্যসূচীতে বৈদেশিক ইস্যুকে অন্তভূক্ত করা হয়েছে। অন্যদিকে বাইডেনের পক্ষ থেকে বলা হচ্ছে ট্রাম্প প্রশ্ন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী উপস্থাপক আলোচ্যবিষয় নির্ধারণ করার কথা রয়েছে। করোনায় ট্রাম্পের ব্যর্থতা নিয়ে প্রশ্ন নিতে ট্রাম্প শিবির ভয় পাচ্ছে বলেন মনে করছে বাইডেনের সমর্থকরা। বিতর্ক উপস্থাপক ক্রিস্টেন ওয়ালকার গত সপ্তাহে অলোচ্যসূচী উন্মোচ...