Posts

এস.কে নাজমুল হাসান খুলনা প্রতিনিধি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য মো. আশরাফ হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বিএনপির সাবেক এই নেতা দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আশরাফ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মো. আশরাফের রাজনৈতিক স্বজন ও সহকর্মী এ.কে.এম মোশফেকুস সালেহীন পাইলট বলেন, ২৫ দিন আগে মো. আশরাফকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি সময়ে তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শনিবার মধ্যরাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি মারা যান। মোঃ আশরাফ হোসেনের নামাজে জানাজা বাদ যোহর তার রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানা যায়, খুলনা-৩ আসন থেকে বিএনপি সমর্থনে চার বার নির্বাচিত হয়েছিলেন মো. আশরাফ। দলটিতে একসময়ে যুগ্ম মহাসচিবও ...
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় জ্ঞান সরনংকর নামে এক বৌদ্ধ ভিক্ষু, রুমান হিমু ও রানা দাস সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আল্লাহ ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপন্তিকর মন্তব্যের প্রতিবাদে গতকাল (১৭ জুলাই) শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া লিচুবাগান বাসষ্ট্যান্ড মোড়ে ইশা ছাত্র আন্দোলন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহা. আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হারুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহারণ বাংলাদেশ, যা সারা বিশ্বের বুকে নজিরবিহীন। এ অঞ্চলে হাজার বছর যাবৎ হিন্দু, বৌদ্ধ ও মুসলিমসহ নানা ধর্মের অনুসারী লোকেরা সহ-অবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে, যেখানে কোনো ধরনের বৈষম্য বা ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা নেয়। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা কিছুদিন ধরে লক্ষ করছি একটি মহল এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এই পরিবেশকে ঘোলাটে কর...
মুহাম্মাদ শোরাফ উদ্দিন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরিকে (১৮) ঘর থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক মোঃ মামুন এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মামুন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার এলাকার দলিল লিখক হোসেনের ছেলে। জানা গেছে ১০ জুলাই ধর্ষিতা কিশোরী বাদী হয়ে হাজীমারা পুলিশ ফাঁড়িতে মামুনের বিরুদ্ধে অভিযোগ করে। ৭ দিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) ফের একই অভিযোগ রায়পুর থানায় করা হয়। এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমি নিজেই অভিযোগটি তদন্ত করবো। কেউ পার পাবে না। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর ধরে প্রতিবেশী মামুনের সাথে ওই কিশোরীর সম্পর্ক রয়েছে। গত ৬ মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিক বার দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৪ জুলাই রাত ১২ টার দিকে কিশোরিকে ঘর থেকে ডেকে নেয়। পরে তাকে বাড়ির পাশে খালি স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার দিলে চিৎকার শুনে কিশোরীর বাবা-মা ছুটে আসলে মামুন পালিয়ে যায়। এ ব্যাপ...
আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মনকিচর এমদাদুল উলুম মাদরাসার সামনে জাইল্যাখালী খালে সেতু না থাকায় ভোগান্তির শিকার দুই ইউনিয়নের ছাত্র-ছাত্রীসহ লক্ষাধিক মানুষ। শীলকুপ ও সরল ইউনিয়নের মিনজিরিতলা, কাহারঘোনা গ্রামের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সেখানে ১৯৯০ সাল থেকে মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার তত্ত্বাবধানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠের সাঁকো বানিয়ে যাতায়াত ব্যবস্থা করেন। শীলকুপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মনকিচর জাইল্যাখালী বাজারের পশ্চিম দিকে মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসা হয়ে সরলের কাহারঘোনা এলাকার মাঝখান দিয়ে বয়ে যাওয়া জাইল্যাখালী খালের উপর সাঁকোটির অবস্থান। ছোট ছোট ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাঁকোটিতে এলাকাবাসীর সহযোগিতায় কাঠের পাটাতন দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুমে সাঁকোটি হয়ে উঠে আরও বেশী ঝুঁকিপূর্ণ। ভেজা পায়ে কাদামাটি লেগে সাঁকোতে উঠতে হয় বলে ঝুঁকি থাকে বেশী। ১২০ ফুট দীর্ঘ ওই সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে হচ্ছে স্কুল ও মাদ্রাসার শতশত শিক্ষার্থীকে। সাঁকোর দক্ষিণ পাশে এমদাদুল উলুম মাদরাসা...
এস.কে নাজমুল হাসান নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (১৭ জুলাই) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মুফতী রেজাউল করিম বলেন, বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ড. এমাজউদ্দীন আহমদ আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবীকে হারালো। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের নেক কাজগুলো কবুল করে তাকে উত্তম দান প্রদান করুন। শোক বিবৃতিতে মরহুম ড.এমাজউদ্দীন এর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।   source https://desh-duniyanews.com/%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/
শরীফুজ্জামান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্লাস্টিকের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রাখা ৭ কেজি গাঁজাসহ উপজেলার হীরার খামার গ্রামের আক্কাছ আলীর পুত্র মোঃ আঙ্গুর হোসেন(২২) ও একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র রবিউল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশ (১৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ গেট সংলগ্ন নৈশকোচ এনা কাউন্টারের সামনে থেকে এস আই মাসুদ করিমের নেতৃত্বে পুলিশ দল দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮ আজ শুক্রবার(১৭ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান পুলিশ সুপারের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান চলমান আছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক কুরবানীকে নিরুৎসাহিত করে একটি মহল ইসলামের বিধান নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু ক্রয় ও কুরবানী দিতে পারে তার সুব্যবস্থার দাবী জানান। আজ বিবৃতিতে তিনি বলেন, কুরবানী মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থবান ব্যক্তির পক্ষ থেকে ঈদ-উল-আযহার দিনগুলোতে পশু কোরবানী দেয়া ওয়াজিব। দেশবাসী এ গুরুত্বপূর্ণ আমল যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু কিছু লোক করোনাভাইরাসহ বিভিন্ন অজুহত দেখিয়ে এবং ইসলামের বিধান না জানার কারণে পশু কুরবানীকে নিরুৎসাহিত করছে। এধরণের মানুষগুলোই ইসলাম বিদ্বেষী মতলবাজ। সাধারণ দান-সদকা কুরবানীর বিকল্প হতে পারে না। প্রতিবছরই এরা কোরবানির আগে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে এবং বিভ্রান্তি ছড়াতে থাকে। অধ্যক্ষ ইউনুছ আহমাদ আরো বলেন, কুরবানীর পশুর হাটের সংখ্যা কমালে জটিলতা আরো বাড়বে। এক জায়গায় অধিক ক্রেতা-বিক্রেতার ভীড় হওয়ার সম্ভাবনা থাকে। ত...