Posts
মোঃ ইসমাইল: (ভোলা জেলা প্রতিনিধি) অবিলম্বে সুমন হত্যার বিচার করতে হবে বলে দাবি জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন ভোলা জেলা। গতকাল (২২ জুন) সোমবার সন্ধ্যায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর এর সভাপতি মুহা. আবুল হাশেম ও সাধারণ সম্পাদক মুহা. হেলাল উদ্দিন এক যৌথ বিবৃতিতে উপরোক্ত দাবি জানান। নেতৃদ্বয় আরও বলেন, এভাবে দেশ চলতে পারে না। আজ আমাদের জীবনের নূন্যতম নিরাপত্তা নেই।রাত পোহালেই হত্যার সংবাদ ! এগুলো সহ্য হওয়ার মত না। রিপাত, আবরার, হিরামনি এবং এখন সুমন হত্যা এর নগ্ন উদাহরণ! দেশ আজ সন্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। অনতিবিলম্বে এ সন্রাসী হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড নিশ্চিত করতে হবে। এ সময় তারা আরো বলেন, ভোলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয় এ ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করতে স্থায়ী পদক্ষেপ গ্রহন করুন। বিচারবহির্ভূত হত্যাকান্ডই নতুন নতুন হত্যাযজ্ঞের জন্ম দেয়। আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে দুই দিন নিখোঁজ থাকার পর কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার করা হয় পানের বরজ এর মাটি খুঁড়ে। নিহত সুমন
মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির: (বিশেষ প্রতিনিধি) ফেনীর সোনাগাজীর চাকরিচ্যুৎ মসজিদের ইমামকে স্বপদে বহাল করতে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। তিনি করোনা উপসর্গ নিয়ে এক মৃত ব্যক্তির দাফন কাজে অংশ গ্রহন করেন। এ কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যানের প্রতি এ লিগ্যাল নোটিস প্রদান করেন। দ্রুত সময়ের মধ্যে ইমামকে স্বপদে বহাল করতে আজ সোমবার সকালে তিনি লিগ্যাল নোটিস প্রদান করেছেন। সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর উল্যাহকে চাকরিচ্যুৎ করার অভিযোগ উঠে। তিনি মসজিদ পরিচালনা কমিটির অনুমতি ছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন কাজে যোগদান করেন। এ খবর ভাইরাল হলে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠে! জানা গেছে, তিনি দীর্ঘ ছয় বছর ঐ মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু গত শুক্রবার জুমার নামাজ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। তবে মসজিদের ইমাম এখনো ছুটিতে রয়েছেন বলে দাবি করেছেন মসজিদ পরিচালনা কমিটি। অ
মোঃ ইসমাইল: (ভোলা জেলা প্রতিনিধি) ভোলার লালমোহনে মোটরসাইকেল চালাতে গিয়ে হাফেজ ইয়ামিন (১৫) নামে এক কিশোর দূর্ঘটনায় নিহত হন। সোমবার (২২জুন) উপজেলার চরভূতা ইউনিয়নের লেংগুটিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঐ এলাকার হাফেজ ইউনুস এর ছেলে। নিহতের বাবা জানান, তার ছেলে মোটর সাইকেল চালাতে গিয়ে এক পর্যায়ে রাস্তার কালভার্টের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে ছিলো। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লালমোহন থানার ওসি জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সীদ্ধান্ত অনুযায়ী তার দাফন কাফন সম্পন্ন হবে। source https://deshdunianews.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ভারতের কারাগারে বন্দী সাফুরা জারগার। বয়স ২৭ বছর। দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। গত বছর বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে ভারতের পার্লামেন্টে “নাগরিকত্ব সংশোধন আইন (CAA, NRC)” পাশ হয় যা হিন্দুদের নাগরিকত্ব দেয়ার আর মুসলিমদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্রকে সফল করবে৷ এর বিরুদ্ধে গত জানুয়ারি মাসে প্রতিবাদে ফেটে পড়ে মুসলমানরা৷ দিল্লির রাস্তায় অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এসব সভায় অংশগ্রহন করে সাফুরা জারগার বলিষ্ঠ কন্ঠে বক্তব্য দিতেন। সাহসী এ বীরঙ্গনা নির্ভয়ে মোদী, অমিত শাহ ও বিজেপি-আরএসএস এর বিরুদ্ধে হুঙ্কার দিতেন৷ এ কারনে তিনি সরকারের টার্গেটে পড়ে যান৷ দিল্লি পুলিশ তাকে সন্ত্রাসবাদ দমন আইনে গ্রেফতার করে৷ বিচারের নামে প্রহসন করে তিহার জেলে বন্দী করে রাখা হয়েছে আমাদের এ মুসলিম বোনটিকে। বর্তমানে তিনি প্রায় ২৩ সপ্তাহের গর্ভবতী। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর জামিন আবেদন খারিজ করে দিয়ে জেলে বন্দি করে রেখেছে৷ দ্য আমেরিকান বার
মুহাম্মদ আল আমিনঃ (ভোলা সদর প্রতিনিধি) ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে অপহরণের দুই দিন পর সুমন নামে এক কলেজ ছাত্রের মরদেহ একটি পানের বরজের মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় মিঠু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্সের ছাত্র। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন কল এলে সুমন সেখান থেকে চলে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্রাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজের মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা
এস.কে নাজমুল হাসান: (নিজস্ব প্রতিবেদক) গত ২১ জুন ছাত্র রাজনীতির সামগ্রিক বিষয় নিয়ে একটি নিউজ পোর্টালে ফেসবুক লাইভের আলোচনায় বলেন নির্বাচন যখনই হয়, আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। বিগত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ডাকসু ভিপি) নূরুল হক নূর এর রাজনৈতিক দল গঠন নিয়ে মিডিয়ায় অালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল নূর একটি অালোচনায় বলেন, অামরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। তিনি বলেন, আমরা ইতোমধ্যে নতুন এই দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়াও তৈরি করেছি। ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামোও। তবে তিনি করোনা সংকটের দোহায় দিয়ে বলেন, করোনার জন্য নতুন এই দলের ঘোষণা কিছুটা বিলম্বিত হলেও গুছিয়ে নেওয়ার কাজ চলছে পুরোদমে। ভিপি নূর আরও জানান, আমরা দলের নাম এবং শ্লোগান ঠিক করেছি। দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘ নাগরিক অধিকার পরিষদ ’। শ্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। ভিপি নুরুল হক নুর বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এখনই দলের ঘোষণা দেয়া হচ্ছে না। তবে একটা বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি- আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো, সে
রবিউল হোসাইন মানিকঃ (লোহাগাড়া প্রতিনিধি) লোহাগাড়া উপজেলার আধুনগরের ঐতিহাসিক চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ। জানা যায়, একটি মহল চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন দেয়াল ও শ্মশান পাড়ের জমির মাটি কাটছে। যার কারনে বৌদ্ধ বিহারের দেয়াল ও শ্মশান হুমকির মুখে পডে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ২২ জুন (সোমবার) পরিদর্শনে আসেন তারা। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা দেশ দুনিয়া নিউজ কে বলেনঃ স্থানীয়দের অভিযোগে আমরা তদন্ত করতে এসেছি । ঘটনার সত্যতা প্রমানীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এসময় চেঁদিরপুনি নন্দন কানন বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্যোতিপাল স্থবির, মানবতাবাদী বৌদ্ধ নেতা তাপসজ্যোতি ভিক্ষু, চেঁদিরপুনি বিহার ও গ্রাম সেবা কমিটির সাধারন সম্পাদক সুজিব বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুমিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক মুকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়া, সমাজসেবক শিক্ষক রাখাল চন্দ্র বড়ুয়া, আধুনগর ইউপি সদস্য সন্তোষ কুমার বড়ুয়া, আধুনগর ইউনিয়ন পরিষদের