রাজবন্দী গর্ভবতী সাফুরা জারগারের মুক্তির দাবীতে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড়

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ভারতের কারাগারে বন্দী সাফুরা জারগার। বয়স ২৭ বছর। দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। গত বছর বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে ভারতের পার্লামেন্টে “নাগরিকত্ব সংশোধন আইন (CAA, NRC)” পাশ হয় যা হিন্দুদের নাগরিকত্ব দেয়ার আর মুসলিমদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্রকে সফল করবে৷

এর বিরুদ্ধে গত জানুয়ারি মাসে প্রতিবাদে ফেটে পড়ে মুসলমানরা৷ দিল্লির রাস্তায় অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এসব সভায় অংশগ্রহন করে সাফুরা জারগার বলিষ্ঠ কন্ঠে বক্তব্য দিতেন। সাহসী এ বীরঙ্গনা নির্ভয়ে মোদী, অমিত শাহ ও বিজেপি-আরএসএস এর বিরুদ্ধে হুঙ্কার দিতেন৷

এ কারনে তিনি সরকারের টার্গেটে পড়ে যান৷ দিল্লি পুলিশ তাকে সন্ত্রাসবাদ দমন আইনে গ্রেফতার করে৷ বিচারের নামে প্রহসন করে তিহার জেলে বন্দী করে রাখা হয়েছে আমাদের এ মুসলিম বোনটিকে।

বর্তমানে তিনি প্রায় ২৩ সপ্তাহের গর্ভবতী। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর জামিন আবেদন খারিজ করে দিয়ে জেলে বন্দি করে রেখেছে৷

দ্য আমেরিকান বার আসোসিয়েসন সেন্টার ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, সফুরাকে জেলে বন্দি করে রাখা আন্তর্জাতিক আইনবিরোধী কাজ ।

একজন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী সন্ত্রাসী কাজে যুক্ত এ কথা মানা যায়না৷ একজন গর্ভবতীকে জেলে বন্দি রাখা কেমন মানবিকতা? ভারতসহ সারা পৃথিবীতে বোন সাফুরার মুক্তির আওয়াজ উঠছে৷



source https://deshdunianews.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be/

0 Comments