Posts

দেশ দুনিয়া নিউজঃ ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাঈদ সাবরিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা বাহিনী। শুক্রবার (২৯ মে) জেরুজালেমে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় পরিবার সূত্রে জানা যায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থার একটি ইউনিট শাইখ ইকরামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি মসজিদে আকসার জুমআ’র খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শাইখ ইকরামা সাবরিকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। শাইখ ইকরামাকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের উপর আঘাত হানা হয়েছে। source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%
নকিব মুহাম্মদ রিজওয়ান: মাওলানা হাবিবুর রহমান মিসবাহ। দরাজ কন্ঠে বাতিলের তখত কাঁপানো এক নাম। তিনি স্বাপ্নীক। শব্দচাষী। গদ্যশিল্পী। কথারসিক। দায়িত্বশীল মানুষ। অনেক তরুণের গাইডার। রত্নগর্ভ। সুবিদিত একটি নাম। এককথায় ওয়ায়েজ, লেখক,গবেষক ও খিদমাতে খলকের দৃষ্টান্তহীন মানুষ। তুলনামূলক গবেষণামূলক কথাই মঞ্চে বেশী বলেন। ফিতনা যেখানে মিসবাহ সাহেবের দ্ব্যর্থহীন কন্ঠ অগ্নিস্ফুলিঙ্গের মত সেখানেই জ্বলে ওঠে। অসহায় মানুষের আর্তনাদে ‘তাওয়াক্কুলতু আল্লাহ’ বলে এগিয়ে আসেন। যাপিত জীবনে তিনি একজন মজার মানুষ । তার সহাস্যমুখ সবার চেনা। কুয়াকাটায় স্থায়ী নিবাস। কর্মের দৌড়ে ঢাকায় ক্ষণস্থায়ী বসবাস। অনেক বছর আগে বাড়ির পাশে এক জায়গায় তার বয়ান শুনে আপ্লুত হই। কান্নাজড়িত কন্ঠে দিশেহারা – উদভ্রান্ত যুবকদের ডেকে বেড়ান আল্লাহর দিকে। মনের কল্পনায় হাজারো স্বপ্ন লালন করেন বলেই গত বছর ‘আমি স্বপ্ন হবো’ শিরোনামে একটি ইসালমিক গান গেয়ে হাজার তরুণের স্বপ্নের উদ্যানে উর্বর মাটি ফেলে মন কেড়ে নিয়েছেন। আমি নিজেও কতোবার শুনেছি তার শেষ নেই। স্বপ্ন দেখান তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের। স্বপ্ন দেখেন সোনালী বাংলার খেটেখাওয়া মানুষের অধিকার আদ
করোনা মহামারীর এই সংকটকালে স্বাস্থ্যবিধি অনুসরণের অজুহাতে খুবই আর্থিক সংকটে পড়া দেশের অসহায় জনগণের ওপর জোর করে একচেটিয়াভাবে চাপিয়ে দেয়া গণপরিবহনের এক লাফে ৮০ শতাংশ বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার (৩০ মে) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, সড়কে চাঁদাবাজির বন্ধের পদক্ষেপ না নিয়ে, জ্বালানী তেলের মূল্য না কমিয়ে, পরিবহনের চালক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণ সম্পর্কিত কোন প্রকার প্রশিক্ষণ না দিয়ে, গণপরিবহন চালুর মধ্যদিয়ে জনগণ যেমনটি চরম ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। অন্যদিকে সড়কে নারকীয় পরিবেশের কোন প্রকার উন্নতি ঘটানো ব্যতি রেখে উল্টো গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়ে সরকার সড়কে নৈরাজ্য ও যাত্রী হয়রানি আরো বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেকোনো সংকটে বা অজুহাতে দেশে গণপরিবহনের ভাড়া বাড়ালে তা স্বাভাবিক সময়েও কমানোর কোনো নজির নেই। সরকার এক লাফে ৮০ শতাংশ ভাড়া বর্ধিত করলেও প্রকৃতপক্ষে বাস মালিকগণ নানা চল চাতুরি করে ১২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ি
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরও বলেন, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: গত ২৮ মে ইরানের মদদ পুষ্ট সিরিয়ার বাশার আসাদের বাহিনী খলীফা ওমর ইবনে আবদুল আজিজের কবরে ধংসযজ্ঞ চালায়। তারা ওমর ইবনে আবদুল আজিজ, তার স্ত্রী ফাতেমা বিনতে আবদুল মালেকের কবর খুলে তাদের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে। তাদের কবরে আগুন জালিয়ে দিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর পত্রিকাটিতে বলা হয়, ২৭মে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বাশার বাহিনী ওমর ইবনে আবদুল আজিজের মাজার, যা সিরিয়ার ইদলিবে অবস্থিত ধ্বংস করে দিচ্ছে। তাদেরকে কবর থেকে তুলে অবমাননা করছে। তাদের সাথে আসাদ সরকারের অবমাননা এই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল, যখন আসাদ বাহিনী এই শহরটি আয়ত্ব করে। উল্লেখ্য, ইসলামে  খেলাফতে রাশেদার পর যার শাসনকালকে আদর্শ মনে করা হয়, তিনি ওমর ইবনে আবদুল আজিজ রহ.। ন্যায় ইনাসাফের কারণে তাকে ওমর সানিও বলা হয়। source https://deshdunianews.com/%e0%a6%96%e0%a6%b2%e0%a7%80%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক :: বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, পুলিশ কর্মকর্তাদের দিকে বোতল নিক্ষেপ করেছে এবং মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রধান কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আটলান্টায় একটি রেস্টুরেন্টেও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড (৪৬) মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে গত সোমবার নির্মমভাবে খুন হওয়ার জেরে পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভ চলাকালে একের পর এক গাড়ির জানালার কাচ ভেঙে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় তারা রাস্তায় থাকা এক গাড়ি থেকে অন্য গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে দিয়েও গেছেন। কয়েকশ বিক্ষোভকারী সিএনএন সদর দপ্তরের বাইরে পুলিশের মুখোমুখি হয়। ধীরে ধীরে বিক্ষোভকারীদের সংখ্যা সেখানে বাড়তে থাকে। তারা সিএনএন এর লোগোর ওপর রঙ দিয়ে নিজেদের প্রতিবাদলিপি আঁকে। প্রধান কার্যালয়ের প্রধান ফটকের কাচও তারা ভাঙচুর করে। পুলিশ সতর্ক করে দিয়ে বলে, যদি বিক্ষোভকারীরা সেখান থেকে চলে না যায়, তাহলে আটক করা হবে। কিন্তু বিক্ষোভকারী সেসবের তোয়াক্কা না করে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় মার্কিন পতাকাও পোড়ানো হয়। জানা গেছে, জর্জ
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ব্রিটেনের বারমিংহাম শহরে স্থায়ী বসবাসকারী, লন্ডন এন টিভির উপস্থাপক, ফেনীর কৃতি সন্তান মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর দেশ দুনিয়া নিউজ এর উপদেষ্টা মনোনীত হলেন। source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/