দেশ দুনিয়া নিউজ ডেস্ক :
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দেশব্যাপী বেপরোয়া যেনা-ব্যভিচার ও ধর্ষণ এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আজ (২৩ অক্টোবর) শুক্রবার বাদ জুমা বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন,
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে বলেছিলেন শরীয়ত বিরোধী কোন আইন পাস করবে না, কিন্তু এখন শরীয়ত বিরোধী আইন পাস হচ্ছে। আমরা বলব এটা কি মূলত বাংলাদেশের সরলমনা মুসলমানদেরকে ধোকা দেয়ার জন্য বলেছিলেন?
ঢাকাসহ দেশের জায়গায় জায়গায় মূর্তি বানানোর উদ্যোগ নেয়া হচ্ছে। মূর্তি নির্মাণ কোন শরীয়তের আইনে স্বীকৃতি আছে ?
তিনি আরো বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। অবিলম্বে দ্রব্যমূলের উর্ধ্বগতি কমাতে হবে। না হয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামলে গদি ছাড়তে বাধ্য হবেন।
ঐক্য প্রক্রিয়া নিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, অনেকে ঐক্যের কথা বলে আমাদের দিকে অভিযোগের তীর ছুটতে চান, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঐক্য হবে নীতি আদর্শের ভিত্তিতে। নো আওয়ামীলীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো বস্তুবাদী দল। তাদের সাথে কোন ঐক্য নেই। যারা তাদের সাথে যুক্ত, তাদের সাথেও কোন ঐক্য নেই। ঐক্য ঐক্য বলে বারবার বারবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে লাভ নেই। নীতি আদর্শ নিয়ে আসেন ঐক্য প্রক্রিয়া এমনিতেই তৈরি হয়ে যাবে।
ইসলামী আন্দোলন মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, আবুল কাসেম, এ বি এম জাকারিয়া ও এম হাসিবুল ইসলাম।
source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf/
0 Comments