একদিনেই ৫টি আর্মেনিয় ড্রোন ধ্বংস করল আজারবাইজান

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

একদিনে ৫টি আর্মেনিয় ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। আজ (২৩ অক্টোবর) শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এ দাবি করে।

বিবৃতিতে জানানো হয়, দুটি আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করেছে এয়ার ডিফেন্স ইউনিট। পাশাপাশি দুটির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিশেষ সামরিক সরঞ্জাম দিয়ে।  স্থানীয় সময় ভোররাত তিনটা ও সকাল ৯টার দিকে এগুলো ভূপাতিত করা হয়।

এছাড়া পঞ্চম ড্রোনটি আগজাবেদি অঞ্চলে উড়ানোর চেষ্টা করা হলে সেটি দুপুর ১২টার দিকে ভূপাতিত করা হয়।  পৃথক বিবৃতিতে এ কথা জানিয়েছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো ১৭ অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

 

 

 

 

 

 

 

 



source https://deshdunianews.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0/

0 Comments