ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইন সংশোধনের সিদ্ধান্ত সরকারের

  • দেশ দুনিয়া নিউজ ডেস্ক

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গণমাধ্যমকে তিনি বলেন, সোমবারই মন্ত্রিসভার এক বৈঠকে আইনটির সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ার পরে আইনের সংশোধনী মন্ত্রিসভায় তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

প্রসঙ্গত বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর থেকে গত কয়েকদিন ধরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে প্রতিবাদ সমাবেশগুলো থেকে।

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের সকল জেলার বিক্ষোভ থেকে এ দাবি উঠলে সরকার এ সিদ্ধান্তে উপনীত হয়।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর আইনমন্ত্রী সেটিই চূড়ান্ত ভাবে ঘোষণা করলেন।



source https://deshdunianews.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

0 Comments