ধর্ষণ মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন চাঁদপুর

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

মাদক সন্ত্রাস নির্মূলে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের বক্তাগণ।

২৩ অক্টোবর শুক্রবার শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে “ধর্ষণ মাদক ও সন্ত্রাস নির্মূলে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবদীন।

সেমিনারে বক্তারা বলেন, মাদক সন্ত্রাস নির্মূলে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, মাদক নির্মূল কেন্দ্র গঠন করতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে শুধু আইন পাশ করলেই চলবে না, নীতি-নৈতিকতা ও আদর্শিক সমাজ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এই মহামারী থেকে বাঁচাতে শিক্ষা ব্যবস্থায় ইসলামিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। ধর্ষণের উপকরণ পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়ায় অসামাজিক প্রচার-প্রচারণা, বিদেশি স্যাটেলাইট গুলোর মাধ্যমে ধর্ষনে উৎসাহিত হওয়ার মতো নাটক সিরিয়াল ছবি প্রচার বন্ধ করতে হবে।

শহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসান উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদ সানী।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুহা, শাহ-জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল, সদর উপজেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, পৌর ইসলামী আন্দোলনের সেক্রেটারি শরিফুল ইসলাম মৃধা, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন, জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা নেছার উদ্দিন, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ খোরশেদ আলম, মুহা সালেহ আহমাদ প্রমূখ।



source https://deshdunianews.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/

0 Comments