সারাদেশ ধর্ষকের বিরুদ্ধে সরব, প্রধানমন্ত্রী নিরব কেন? ড. তুহিন মল্লিক

ড. তুহিন মল্লিক:

দেশে এতবড় বর্বরোচিত ধর্ষণের ঘটনার দুদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে এর কোন নিন্দা, প্রতিবাদ, প্রতিক্রিয়া বা বিবৃতি আসেনি কেন? দেশের মানুষ উনাকে প্রশ্ন করে জানতেও চেয়েছে যে, ‘প্রধানমন্ত্রী আপনার কি লজ্জা লাগছে না?’ তারপরও প্রধানমন্ত্রী নিরব!

কারন, এই ধর্ষকের কারখানা যে তারই নিজের হাতে গড়া। ধর্ষকলীগের মাধ্যমে দেশজুড়ে ভয়ের রাজত্ব তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে রাখার জন্যই এই নিরবতা! কারন ধর্ষকলীগ কোন সাধারন ধর্ষক নয়, বরং এরা সব অবৈধ মসনদের পালিত যৌন ক্যাডার। নাহলে, মন্ত্রীরা কেন তাদের পক্ষে সাফাই গাইছে? পুলিশ কেন শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মিছিলে হামলা করছে?

নারীর উপর নিপীড়নের বিরুদ্ধে আজকে যে মিছিল করা হলো, অথচ সেই মিছিলেই পুলিশ কেন নারীদের গায়ে হাত তুললো? পুলিশের এই হামলাই প্রমাণ করে, গণভবন আজ কোন পক্ষে। প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী শিক্ষার্থীদের মিছিল তাই আজকে খোদ সেই ধর্ষকের কারখানার দিকেই আঙুল তুলে স্লোগান দিয়েছে – ‘ধর্ষকদের কারখানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। আর খোদ গণভবন যখন ধর্ষকের কারখানা, তখন ধর্ষকলীগের ধর্ষণ বন্ধ হবে কিভাবে?

লেখক: আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/

0 Comments