দশমিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতার পিতার ইন্তেকাল

  • এম বাহাউদ্দীন নোমান
  • দশমিনা প্রতিনিধি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি এইচ এম আবু তাহের খানের পিতা, আবু বকর সিদ্দিক (মুন্সী) আজ (২অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মরহুম আবু বকর সিদ্দিক দশমিনা উপজেলার ২ নং আলীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের (খলিসাখালীর) বাসিন্দা সুরাত আলী মুন্সীর ছেলে । তিনি গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ে, পরে রবিবার পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে অসুস্থতা বেড়ে যাওয়ায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । তিনি কয়েকদিন ধরে কিডনি রোগের সমস্যায় ভুগছিলেন।

আবু বকর সিদ্দিক সাহেবের মৃত্যুর সময় বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ইশা ছাত্র আন্দোলন ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ac/

0 Comments