- আন্তর্জাতিক ডেস্ক
অমীমাংসিত কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাসদস্য ল্যান্স নায়েক সিং নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকা পুঞ্চ জেলায়। একই ঘটনায় ভারতীয় আরেক সেনা সদস্য ও রাইফেলম্যান বীরেন্দ্র সিং মারাত্মক আহত হয়েছ তাকে রাজৌরীর সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ওই রাইফেলম্যানের ডান চোখে আঘাত লেগেছে।
আজ ০১ অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন,
গত ৩০ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কোনো প্রকার পূর্ব প্ররোচনা ছাড়াই গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে। ওই কর্মকর্তা দাবি করেন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও ওই ঘটনার পাল্টা জবাব দেয়া হয়েছে। আর এতেই ওই সেনাসদস্য নিহত হন।
অন্যদিকে ভারতের গণমাধ্যম দাবি করছে, গত কয়েকদিন ধরে পাকিস্তানের সেনারা কাশ্মীরের পুঞ্চের জনপদকে টার্গেট করে মর্টার শেলিং করছে। যার কারণে বেশ কিছু পশুও আহত হয়েছে। ভারতের দাবি গেল সেপ্টেম্বরে পাকিস্তান ৪৭ বার প্রায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গত সেপ্টেম্বরের ২ তারিখেও ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হয়েছিল পাকিস্তানিদের গুলিতে।
source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81/
0 Comments