নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: এ পর্যন্ত ১১ জনের মৃত্যু

  • এস.কে নাজমুল হাসান
  • নিজস্ব প্রতিবেদক    

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩৭ জন আসে এখানে। এদের মধ্যে ইমাম ও মুয়াজ্জিন সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ০৫ সেপ্টেম্বর সকালে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর প্রধান ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মারাত্মক দগ্ধ আরও ২৬ জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক কেউই শঙ্কামুক্ত না।
শরীরের বেশির ভাগ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সুস্থ করতে।

গতকাল শুক্রবার রাতে ওই ইনস্টিটিউট  এর সহকারী অধ্যাপক ডা. ইমাম হোসাইন বলেন, প্রত্যেককে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি আরও বলেন রাতেই জুয়েল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে, ওই শিশুটির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে হঠাৎ মসজিদের পাশেই
বিকট শব্দে বৈদ্যুতিক ট্রান্সফার্মারে বিস্ফোরণ ঘটে সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে থাকা এসিরও বিস্ফোরণ ঘটে মুহুর্তের মধ্যে ভেতর আগুন ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া আগুনে নামাজরত মুসুল্লিরা দগ্ধ হতে থাকেন। আগুনে দগ্ধ হন মসজিদের ইমাম মাওলানা মালেক আনসারী (৬৫) মুয়াজ্জিন দেলোয়ার হোসাইন (৪৫) ও ফটো সাংবাদিক নাদিম হোসেন(৪২)

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জুয়েল (৭) সহ রিফাত, হুমায়ুন কবির, মুস্তফা কামাল, জুবায়ের, ইবরাহিম, সাব্বির, জামাল, জুয়েল, জুনায়েদ, দেলোয়ার ও কুদ্দুস ব্যপারী।

বাকীদের অবস্থা আশঙ্কাজনক।



source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/

0 Comments