আল্লামা আহমদ শফী পুত্র আনাস মাদানী হাটহাজারী থেকে বহিষ্কার

  • দেশ দুনিয়া নিউজ ডেস্ক

বিক্ষুদ্ধ ছাত্রদের আন্দোলনের মুখে আল্লামা আহমদ শফী পুত্র ও  প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব আনাস মাদানীকে মাদরাসা থেকে অব্যাহতি তথা বহিষ্কার করা হয়। হাটহাজারী মাদরাসার শুরা সদস্যদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার বাদ যোহর হাটহাজারি মাদরাসা ময়দানে অত্র মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে মাদ্রাসা প্রাঙ্গণ। বিক্ষোভের মুখে এশার নামাজের পর বৈঠক বসে মাদরাসায় উপস্থিত হওয়া শুরা সদস্যগণ। সে বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাত ১০ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মাদ্রাসার শুরা সদস্য ও মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী বৈঠকের সিদ্ধান্ত পাঠ করে শোনান। মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

মাওলানা নোমান ফয়জী বলেন, হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আনাস মাদানীকে অব্যাহতিসহ মোট তিনটি সিদ্ধান্ত নিয়েছে শুরা কমিটি।

আগামী শনিবার মজলিসে শুরার সব সদস্য মিলে বাকী সমস্যাগুলো সমাধান করবেন বলে বিক্ষুব্ধ ছাত্রজনতাকে  নিশ্চিত করেন।



source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8/

0 Comments