হাটহাজারীতে আনাস মাদানীকে বহিষ্কারের দাবীতে চলছে বিক্ষোভ

  • আলমগীর ইসলামাবাদী
  • চট্টগ্রাম জেলা প্রতিনিধি

হাটহাজারী মাদ্রাসায় আল্লামা আহমদ শফী পুত্র আনাস মাদানীকে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ করছে হাটহাজারী মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার বাদ যোহর হাটহাজারি মাদরাসা ময়দানে অত্র মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে মাদ্রাসা প্রাঙ্গণ। মাইকে উচ্চারিত হয় জ্বালাময়ী ভাষণ ৷

“আস্থার প্রতিষ্ঠানে আনাস মাদানীর ঠাই নাই”৷ অনতিবিলম্বে হাটহাজারি থেকে সরাতে হবে আনাসকে৷ এমন নানা স্লোগান শোনা যায় বিক্ষোভকারীদের থেকে ৷ ছাত্র সমাজের দাবী দাওয়া নিয়ে লিফলেটও বিতরণ করা হয়৷

লিফলেট

মুহূর্তের মধ্যে পুলিশ এসে যাওয়ায় ছাত্ররা আরো ক্ষীপ্ত হয়ে ওঠে ৷ এনিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পক্ষ-বিপক্ষ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় ৷

কওমি হিতাকাঙ্খী বিশ্লেষকরা মনে করেন এই আন্দোলনের মাধ্যমে কওমি মাদ্রাসার শত বছরের ইতিহাস-ঐতিহ্য স্বকীয়তা বৈশিষ্ট্য ম্লান হয়ে গেল ৷



source https://deshdunianews.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%95/

0 Comments