সিলেটে ধর্ষকদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • শরীফুজ্জামান
  • বিশেষ প্রতিনিধি

এম.সি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে সিলেটের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর।

এমসি কলেজের ছাত্রলীগের কর্মীদের দ্বারা গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জরিতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৭ সেপ্টেম্বর২০ ইং রোজ রবিবার বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত হুশিয়ারী উচ্ছারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ মাহি, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ, এমসি কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ নুরুদ্দিন প্রমুখ।



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

0 Comments