ইফতেখার সিফাত।
আব্দুল্লাহ ইবনুল মোবারক রহিমাহুল্লাহ। উনার মর্যাদার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কোন ঘরণারই দ্বিমত নেই। মুসলিম উম্মাহর একজন বিখ্যাত সালফে সালিহ তিনি। যমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুত্তাকী এবং মুজাহিদ ছিলেন। উনার মানাকিব বর্ণনা করা আমার উদ্দেশ্য না। রিজালের গ্রন্থগুলোতে সবাই উনার মানাকিব নিয়ে সমৃদ্ধ আলোচনা করেছেন।
উনারই বিখ্যাত একটি গ্রন্থ হল “কিতাবুল জিহাদ”। দুঃখজনক হলেও সত্য এই কিতাবটিও আমাদের দেশে নিষিদ্ধ পর্যায়ের গ্রন্থ। মানে উগ্রবাদী বই। আব্দুল্লাহ ইবনুল মোবারক রহিমাহুল্লাহ এই যমানার কোন ব্যক্তি না। ১১৮ হিজরীতে উনার জন্ম। জঙ্গিবাদ টার্মের আবিষ্কার তো এই সেদিন হল। আব্দুল্লাহ ইবনুল মোবারক রহিমাহুল্লাহও কি তাহলে জঙ্গি হয়ে গেলেন? উনিও কি কুরআন সুন্নাহর অপব্যাখ্যা করে জঙ্গিবাদ উস্কে দিয়েছেন?
উগ্রবাদী বই নিয়ে আমাদের অধিকাংশ প্রতিবাদের সুরটা এমন যে, জিহাদ সংশ্লিষ্ট বই হলে পুলিশ গ্রেপ্তারের অধিকার রাখে। কিন্তু ফাজায়েলে আমল, জ্বীনদের ইতিহাস এগুলো তো জিহাদ সংশ্লিষ্ট বই না। এটা মূলত আমাদের পরাজিত মানসিকতার পরিচয়। ইসলামের এক অকাট্য বিধান নিয়ে আমরা হীনমন্যতায় ভুগছি। আমরা সেকুলার রাষ্ট্রের কাছে জিহাদি বইকে উগ্রবাদী বই হিসেবে চিহ্নিত করার অথোরিটি দিচ্ছি। আর আইন শৃঙ্খলাবাহিনীও সুন্দরভাবে প্রেস ব্রিফিং দিচ্ছে অত্যন্ত স্পষ্ট ভাষায় যে, আটক করা ব্যক্তির কাছে জিহাদী বই পাওয়া গেছে। আর আমরা প্রতিবাদ করছি, আরে এই বইগুলো তো জিহাদি বই না! তারমানে কি জিহাদী বই পাওয়া গেলে সেটা অবশ্যই গ্রেপ্তারযোগ্য বিষয়? ইসলামের এক অকাট্য বিধান নিয়ে জ্ঞান লাভ করা কি তাহলে মহা অন্যায়ে পরিণত হয়ে গেল?
যখন আব্দুল্লাহ ইবনুল মোবারক রহিমাহুল্লাহর মত বিখ্যাত সালাফও উগ্রবাদী হয়ে যান এবং তাঁর বই জঙ্গিবাদী বই হিসেবে প্রকাশনা জগতে অঘোষিতভাবে নিষিদ্ধ থাকে, আর সেটা নিয়ে আলেম সমাজ থেকে সুস্পষ্ট কোন বক্তব্যও পাওয়া যায় না, তখন প্রশাসন সহ সাধারণ এখান থেকে কী বার্তা পায়? তারা এই বার্তাই পায় যে, জিহাদ আসলেই খুব খারাপ একটা জিনিস। ফাজায়েলে আমল নিয়ে প্রতিবাদ হয়, কারণ সেটা জিহাদী বই না। কিতাবুল জিহাদ নিয়ে প্রতিবাদ হয় না। কারণ এটা আসলেই জিহাদী বই। প্রকৃত জিহাদকেই আজকে উগ্রবাদ হিসেবে নামকরণ করা হয়েছে। এটাই বাস্তবতা। এটাই সত্য।
source https://deshdunianews.com/%e0%a6%89%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/
0 Comments