আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি

  • দেশ দুনিয়া নিউজ ডেস্ক

হাটহাজারী মাদ্রাসার সদ্যবিদায়ী মুহতামিম ও হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গতকাল (১৭ সেপ্টেম্বর) শুরার মিটিংয়ে মাদ্রাসার দায়িত্ব হতে অব্যাহতি নেয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তার শারীরিক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়। গতকাল থেকে আজ পর্যন্ত তার শারীরিক কোনো উন্নতি হয়নি তাই তাকে ঢাকায় আনার প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ দিনদিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে। চলতি বছরে এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।



source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf/

0 Comments