দেশ সন্ত্রাসও মাদকের স্বর্গরাজ্যে পরিণতঃ ফেনীতে যুব আন্দোলন

  • মুহাম্মদ আব্দুল হালীম
  • ফেনী প্রতিনিধি

আজ ৫ আগস্ট ২০ ইং বুধবার বিকাল ৪ টা থেকে ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার উদ্যোগে আইএবি ফেনী জেলা কার্যালয়ে সন্ত্রাস মাদক ও উগ্রবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি মাওলানা হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সালাহুদ্দিন আইয়ুবী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকায় সন্ত্রাস, মাদক ও উগ্রবাদ ছড়িয়ে পড়ছে, দেশ পরিণত হচ্ছে সন্ত্রাসের স্বর্গরাজ্যে ৷

তিনি আরো বলেন, উচ্চবিত্তরা বিলাসিতার কারণে আর নিম্নবিত্তরা অভাবের কারনে মাদক ও সন্ত্রাস এর পথে পা বাড়াচ্ছে ৷ তা ছাড়া রাজনৈতিক নেতারা যুবকদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করার ফলে যুব সমাজ ধ্বংশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে ৷ এহেন পরিস্থিতিতে যুব সমাজকে সত্য, সঠিক ও আলোর পথ দেখাতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠিত হয়েছে ৷

তিনি দেশ থেকে সন্ত্রাস, মাদক নির্মূলের পাশাপশি বামপন্থী সংগঠন ও নাস্তিক্যবাদের নামে যার সাম্প্রদায়িক উগ্রতা ছড়াচ্ছে তাদেরকে দমণ করতে সরকারের প্রতি আহবান জানিয়ে নিম্নের দাবী সমূহ পেশ করেন,
(১)সন্ত্রাসবাদের যাবতীয় উপকরণ বন্ধ করতে হবে (২) ইসলামপন্থীদের জঙ্গিবাদের ট্যাগ লাগানো বন্ধ করতে হবে ৷ (৩) যুবকদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে ৷ (৪) শিক্ষা ব্যবস্থায় ইসলামকে বাধ্যতা মূলক করতে হবে ৷ (৫) পারিবারিক সচেতনতা তৈরী করতে হবে

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা’র উপদেষ্টা ও দেশ দুনিয়া নিউজ পোর্টাল এর সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক সাহেব, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আহমদ ইউসুফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আবুল হোসেন মজুমদার, সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ৷

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এমরান সোলতানী,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ আল শামিম, অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসেন, সোনগাজী উপজেলা সভাপতি জুনায়েদ হাবিব, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক মো.আবদুল্লাহ,প্রমূখ।

উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷  জেলা কর্মপরিষদের সদস্যগণ ছাড়াও উপজেলা শাখার উর্দ্ধতন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন ৷



source https://desh-duniyanews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/

0 Comments