ঘুরতে গিয়ে ট্রলার ডুবিতে ১৭ মাদ্রাসা ছাত্র ও শিক্ষকের মৃত্যু

  • এম বাহাউদ্দীন নোমান
  • বিশেষ প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ঘুরতে আসা পর্যটকদের একটি ট্রলার ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এই দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেন মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

মি. আহমেদ জানান, “ময়মনসিংহের কয়েকটি মাদ্রাসা থেকে কিছু শিক্ষক ও ছাত্র এই এলাকায় হাওরে বেড়াতে আসেন। তাদের নৌকায় ৪৮ জন যাত্রী ছিলেন।

দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার দিকে তাদের নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত আমরা ১৭ জনের মরদেহ ও ৩০ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। একজন এখনো নিখোঁজ রয়েছে।

ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে না পারলেও বুলবুল আহমেদ আশঙ্কা প্রকাশ করেন এই মৌসুমে হাওরের আবহাওয়া হঠাৎ হঠাৎ উত্তাল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

তিনি বলেন, “এই মৌসুমে হাওরে হঠাৎ বড় বড় ঢেউ তৈরি হয়, আবার কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। সেরকম কোনো একটি সময়ে হয়তো নৌকাটি ডুবে যায়।”

স্থানীয় প্রশাসনের সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারকাজে নিয়োজিত আছেন বলে জানান মি. আহমেদ।



source https://desh-duniyanews.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/

0 Comments