- দেশ দুনিয়া নিউজ ডেস্ক
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শুক্রবার রাতে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা (নির্বাচন) নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখানে অনেকেই নির্বাচনের ব্যাপারে পজেটিভ মত ব্যক্ত করেছেন ৷
এ সময় ভিপি নুর আরো বলেন, আমরা আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা একটা রাজনৈতিক দল করবো সেখানে স্লোগান থাকবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। আমি মনে করি, জনগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত ৷ এই অবস্থার পরিত্রাণের জন্য নির্বাচনের দরকার যাতে ভোট কেন্দ্র থেকেই ভোট চোরদের প্রতিরোধ করা যায় ৷
জনগণকে যদি ভোট কেন্দ্রে নেওয়া যায় সেক্ষেত্রে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য একটি বিপ্লব বা প্রতিরোধ ঘটানো যেতে পারে।
তিনি নির্বাচনে অংশ নেয়ার কারণ উল্লেখ করে বলেন, আমরা যদি নির্বাচনে অংশ নেই লক্ষ্য একটাই হবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ৷ ভোটকেন্দ্র থেকে জনগণের প্রতিরোধ গড়ে তোলা। এই ভাবনা থেকেই আমরা চিন্তা করছি যে ঢাকার দুটি আসন (ঢাকা-৫ ও ঢাকা-১৮) থেকে নির্বাচেন অংশ নেওয়া।
আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান এমন প্রশ্নের জবাবে নুর বলেন, যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যদি অংশ নেই সেক্ষেত্রে – আমি উত্তরাতে দীর্ঘসময় থেকেছি। ওই অঞ্চলে আমার পরিচিতিও আছে, সেই দিক থেকে যদি নির্বাচনে অংশ নেই সেটা ঢাকা-১৮ থেকে।
উল্লেখ্য,ঢাকা-১৮ আসনের সাংসদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি গত ৯ জুলাই রাতে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।
source https://desh-duniyanews.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%ac%e0%a7%87/
0 Comments