সাস্থ্যবিধি মেনে কওমী মাদরাসা খোলা ও পরীক্ষা গ্রহণে প্রজ্ঞাপন জারি

  • মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির

বেফাকুল মাদারিসিদ্দিনিয়া বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ৬ শর্ত সাপেক্ষে কওমী মাদ্রাসাসমূহের শিক্ষাকার্যক্রম শুরু ও পরিক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হয়েছে ৷

আজ বিকাল ৫ টার পরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী মাদ্রাসা শিক্ষা বিভাগে সহকারী সচিব সৈয়দ আসগর আলী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপরোক্ত নির্দেশনা জারি করা হয় ৷

প্রজ্ঞাপনে বলা হয়, সাস্থ্যবিধি নিশ্চিত করে নিম্নোক্ত বর্ণিত শর্তে কওমী মাদ্রাসা কওমী মাদ্রাসাসমূহের শিক্ষাকার্যক্রম শুরু ও পরিক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হয়েছে ৷
(১) প্রত্যেক ছাত্র মাস্ক, হ্যন্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করতে হবে ৷ (২) মাদ্রাসায় প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে ৷ (৩) শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে, এদিক সেদিক চলা-ফেরা করবে না ৷ (৪) শিক্ষার্থীরা একে অপর থেকে তিন ফিট দূরত্বে অবস্থান করবে ৷ (৫) কোভিট১৯ কারণে কোলাকুলি, মুসাফা করবে না ৷ (৬) শিক্ষক,কর্মচারীগণও সাস্থ্যবিধি মেনে চলবেন ৷

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে মিডিয়াকে নিশ্চিত করেছেন বোর্ডের সহ-সভাপতি ড. মুশতাক আহমদ ও আল্লামা ইয়াহইয়া মাহমুদ।

এর আগে কওমী মাদরাসা শিক্ষার সম্মিলিত শিক্ষাসংস্থা ‘আল হাইআতুল উলইআ লিল জামিয়াতিল কওমিয়া’র অধিনে থাকা কওমী মাদরাসাসমূহের একটি বোর্ড ‘জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের’ উধ্বর্তন চারজন সদস্য তথা এ বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দল গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেন এবং কওমী মাদরাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ করেন।

এরপর ১৮ আগস্ট এ বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ আলাদা আলাদা ঘোষণার মাধ্যমে কওমী মাদরাসাসমূহে পরীক্ষা নেওয়া এবং মাদরাসা খুলে দেওয়ার সংবাদ দেন।

কিন্তু মৌখিকে অনুমতির পরেও অনেকেই মাদ্রাসা খুলতে ভয় পাচ্ছিলেন।যে বিষয় মাওলানা ইয়াহইয়া মাহমু এক লাইভের মাধ্যমে বলেছিলেন – খুব শীঘ্রই সরকারি প্রজ্ঞাপন এর মতো কোনো সুসংবাদ আসতে পারে। আজ সেই সুসংবাদ এসেছে বলে ধারণা করা হচ্ছে।

আইনগত ভাবে দেশের কওমী মাদ্রাসাগুলো খুলতে এখন আর কোন বাধা রইল না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে করোনা মহামারীর বিস্তার রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে কওমী মাদরাসামূহকেও গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরবর্তিতে আলেমদের দাবি অনুসারে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে কওমী মাদরাসাসমূহের হিফজ বিভাগ খুলে দেয় সরকার। গত ৮ জুলাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে হেফজ বিভাগ খুলে দেওয়ার অনুমতি দেয়।

১২ জুলাই থেকে হিফজ বিভাগ খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এর আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দিয়েছিল।



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be/

0 Comments