- শরীফুজ্জামান
- কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার আরকে রোড সংলগ্ন দাশেরহাট আরডিআরএস বাজার জামে মসজিদে তালা লাগানোর ঘটনাকে ঘিরে সাধারন মুসল্লীদের মাঝে উত্তজনা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানায়- গত প্রায় ১৫ দিন আগে ঐ মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বকসী(লবাব বকসী) মারা যান। গতকাল আশুরার দিন বাদ এশা মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লীগন আলহাজ্ব বেলাল হোসেনকে সভাপতি এবং মমিনুর ইসলামকে সেক্রেটারী করে একটি খসরা কমিটি উপস্থাপন করে।
এ ঘটনায় উত্তেজিত হয়ে আশুরার দিন রাতেই বিগত কমিটির সেক্রটারী মোঃ খবির উদ্দিন মন্ডল উত্তেজিত হয়ে মসজিদের মাইকের তার ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে মসজিদটির মুল ভবনের দু’টি দরজায় তালা লাগিয়ে দেন। আর একটি দরজার ভিতর থেকে হ্যাসবল দ্বারা বন্ধ করেন।
আজ ৩১ আগষ্ট মুসল্লীগন ঐ মসজিদের ভিতরে ফজর এবং জোহরের নামাজ আদায় করতে পারেননি। সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা জানার পর বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে মসজিদের সাবেক সেক্রেটারী মোঃ খবির উদ্দিন মন্ডলের সাথে আলাপকালে তিনি মসজিদে তালা লাগানোর বিষয়টি স্বীকার করে বলেন- যেহেতু কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে, সেহেতু আমি মোয়াজ্জিনকে মসজিদে তালা লাগানোর নির্দেশ দিয়েছি।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae/
0 Comments