- এস.কে নাজমুল হাসান
করোনা দুর্যোগে দীর্ঘ সময় ধরে কর্মচ্যুত থাকার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে অনেকের ঘরে করোনাকালে ঈদ আনন্দ উঁকি দেয়নি। সবার মুখে হাসি ফোটানোর লক্ষ্যে দেশব্যাপী কোরবানির গোশত বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে উত্তরবঙ্গের তিন জেলায় ঈদ সামগ্রী বিতরণ ও কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি বলেন,
দেশের বড় একটা অংশ মানুষের ঘরে হাসি ফুটবে না অথচ আমরা ঈদ আনন্দে মেতে থাকবো এটা হতে পারে না সেই চিন্তা থেকেই আমরা দেশব্যাপী প্রত্যেক জেলায় জেলায় সংগঠনের নেতৃবৃন্দকে এ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছি।
তিনি আরো বলেন মানবতাবাদী ছাত্রসংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
এম. হাছিবুল ইসলাম আজ দুপুর থেকে একাধারে নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কলোনি ও জলঢাকা উপজেলার ডালিয়া ব্রিজ এলাকার পানি বন্দি এলাকা, তিস্তা নদীর ওপারে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী সাধুরবাজার এলাকায় পানিবন্দি মানুষের মাঝে কোরবানি গোস্ত বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পানিবন্দি এলাকায় গোশত ও ঈদ সামগ্রী বিতরণের পর পানিবন্দি এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পানিবন্দি এলাকার জনপ্রতিনিধিদের এ সময় মানুষের পাশে থাকার কথা ছিল। কিন্তু তারা এদের পাশে দাঁড়াচ্ছে না। এসব এলাকার মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এসব কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এর সাথে আরো অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ সুলতান মাহমুদ, জেলা সহ-সভাপতি মাইমুন ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক নাঈম হাসান, প্রশিক্ষণ সম্পাদক রাসেল রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গালিব হাসান, ডিলমা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি এরশাদুল্লাহ্ ও ইশা ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা সভাপতি আবু বকর সহ স্থানীয় নেতাকর্মীর।
source https://desh-duniyanews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/
0 Comments