- ইসমাইল সিরাজী
- নিজস্ব প্রতিনিধি
বরিশাল সরকারি কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নাম করনের উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম ও সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান এক যৌথ বিবৃতিতে বলেন,
বরিশাল সরকারি কলেজ নামটি বরিশালের ঐতিহ্য বহন করে। এই নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ আমরা কোনভাবেই সমীচীন মনে করিনা।
বরিশালের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে তার। আমরা মনে করি ৬০ বছর পুরানো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত হানতে পারে। তাই উক্ত কলেজের নামটি অপরিবর্তিত রেখে অশ্বিনী কুমার দত্তের বরিশালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের কথা নজরে রেখে তার নামে নতুন একটি কলেজ প্রতিষ্ঠা করা হোক।
গত দুদিন আগে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে উক্ত কলেজের বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মানববন্ধনকারীদের দাবির সাথে ঐক্যমত পোষন করেন।
বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব এর পক্ষে শিক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য। উক্ত কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীর একটি বড় অংশ কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবের বিপরীতে অবস্থান।
source https://desh-duniyanews.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/
0 Comments