- মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
- বিশেষ প্রতিনিধি
বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় শিক্ষাবোর্ড-বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার (বেফাক) এর পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিনজনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর উদ্দ্যোগে এক রুদ্ধদ্বার বৈঠকে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ এবং বেফাকের পরিদর্শক মাওলানা ত্বহা এবং পরীক্ষা বিভাগের সঙ্গে কর্মরত ঢাকার ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল গণীকে বেফাকের সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও বেফাকের ব্যাপারে উত্থাপিত সকল দুর্নীতির বিষয়ে যথাযোগ্য তদন্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে মিটিংয়ে।
মিটিংয়ে উপস্থিত থাকা একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে – ফেসবুকে প্রকাশ হওয়া ফোনালাপ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিষয়ে দফায় দফায় আলোচনা হয়েছে বেফাকের আজকের খাস মিটিংয়ে। যেখানে বিভিন্ন পক্ষের দাবি এবং সামনে আসা সকল দুর্নীতির অভিযোগ বিষয়েও যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বেফাকের বৈঠকে বিশেষ কমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বেফাকের সহ সভাপতি মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ হাফিজ্জি, মাওলানা আবদুল হক ময়মনসিংহ, মাওলানা আবদুল হামিদ (মধুপুর পীর সাহেব) মাওলানা সাজিদুর রহমান, দারুল আরকাম মাদরাসা, মাওলানা ছফিউল্লাহ পীরজঙ্গী মাদরাসা, মাওলানা আনাস মাদানী, মাওলানা মোসলেহ উদ্দীন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকাারিয়া, মহসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা নুরূল আমিন, অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, কয়েকটি ফোনালাপ ফাঁসের ঘটনায় গত কয়েক দিন ধরেই কওমি আলেমদের মধ্যে তোলপাড় চলছে। কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকা নিয়ে সিরিয়াল জালিয়াতি, পরীক্ষার কেন্দ্র নিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ ও স্বজন-প্রীতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে এসব ফোনালাপে।
ফাঁস হওয়া চারটি অডিও ক্লিপের একটিতে বেফাকের মহাসচিব ও আল হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস এবং বেফাকের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ, আরেকটিতে বেফাকের সহ-সভাপতি মাওলানা আনাস মাদানী ও বেফাকের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফের কথোপকথন রয়েছে।
এদিকে ফাঁস হওয়া ফোনালাপসহ বেফাকে হওয়া সব অনিয়মের বিচার দাবি করেছেন কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা।শুধু পরীক্ষা নিয়ন্ত্রক বা তার সহযোগীরা নয়, মহাসচিবসহ যারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচারের দাবি জানিয়েছেন তারা।
source https://desh-duniyanews.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/
0 Comments