দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা ফেনীর প্রাইভেট মাদরাসাসমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেনী ডিসি অফিস প্রাঙ্গণে মানববন্ধন করে “ফেনী জেলা বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশন”।
ফেনী জেলা বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশন-সহ সভাপতি মাওলানা মিজানুর রাহমান,সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম,সহ সেক্রেটারি মাওলানা মামুনুর রাশিদ,সহ অর্থ সম্পাদক মাওলানা আবদুল আজীজ,প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রাহমান হাসিব,সহ প্রচার সম্পাদক মাওলানা মু.ইয়াসিন,মাওলানা মুসলেহ উদ্দিন সহ মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশন সভাপতি বলেন, প্রাইভেট মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকার কারণে অর্থ আয়ের পথ বন্ধ রয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
যাতে বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশনা এবং বাড়ির মালিকদের যাবতীয় বিল মওকুফ করা হয়।
দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদরাসার প্রধানগণ ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না। তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সাথে সাথে মাদরাসার সমস্যাও সমাধান হয়।
বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন। এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এই দুর্যোগ থেকে উত্তরণ কঠিন। মানববন্ধন শেষে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/
0 Comments