জিহাদুল ইসলাম আনসারী: (ধামরাই, ঢাকা প্রতিনিধি)
ঢাকার ধামরাই উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলাব্যাপী ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই এলাকার ম্যাপিং অনুসারে এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করা হবে।
এই রেড জোনের আওতায় রয়েছে ধামরাই পৌরসভাসহ উপজেলার আরোও ৬টি ইউনিয়ন। তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা।
তিনি জানান, ধামরাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলাব্যাপী ‘রেডজোন’ চিহ্নিত করা হয়েছে। ধামরাই পৌরসভা ও উপজেলার ০৬ টি ইউনিয়ন এই আওতায় থাকবে। ইউনিয়নগুলো হচ্ছে, ধামরাই সদর, ভাড়ারিয়া, সোমভাগ, সানোড়া, সুতিপাড়া, আমতা ইউনিয়ন।
এ বিষয়ে ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, আশংকাজনকহারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ধামরাই পৌরসভা এবং উপজেলার আরোও ছয়টি ইউনিয়ন ইয়েলো থেকে রেডজোনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামীকাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যে কোন মুহুর্তে আসতে পারে কঠোর লকডাউনের সিদ্ধান্ত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পৌর প্রশাসন সব সময় মাঠে কাজ করে যাচ্ছে।
source https://deshdunianews.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/
0 Comments