আলমগীর ইসলামাবাদী: (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাশেম (১৭) ও মো. ইদ্রিস (৩৫) নামে ২ দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাশেম পুইঁছুড়ি ৮ নম্বর ওয়ার্ডের ভিলেজার পাড়া সোলাইমানের বাড়ি প্রকাশ রাসুনি বাপের বাড়ি এলাকার জনৈক আবচারের ছেলে। অপর নিহত মো. ইদ্রিস একই এলাকার ছালেহ আহমদের ছেলে। তারা পরস্পর চাচা-ভাতিজা বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারে জড়িয়ে থাকা লতা-পাতা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুইঁছুড়ি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শের আলী জানান, কাশেম এবং ইদ্রিস ২ জনই আপন চাচা-ভাতিজা। বিকেলে বাড়ির পার্শ্ববর্তী খালপাড়ের বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে থাকা লতা-পাতা পরিষ্কার করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
চাচা-ভাতিজার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নিগার সোলতানা জানান, বৈদ্যুতিক তারে জড়ানো সংক্রান্ত ঘটনায় দু’জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7/
0 Comments