মাদরাসা খুলে দিতে সরকারকে বাধ্য করা উচিত হবে না

মাওলানা আবদুর রাজ্জাক:

মাদরাসা খুলে দেয়ার জন্য সরকারকে হুঙ্কার দেয়া, সরকারের কাছে দাবি করা, বাধ্য করা উচিত হবে না। বেশি আবেগ দেখানো ভালো না। কোন মাদরাসার প্রধান বা কোন শিক্ষক এমন গ্যারান্টি দিতে পারবে না যে, মাদরাসার ছাত্ররা করোনায় আক্রান্ত হবেনা।

আপনার দাবির পরিপ্রেক্ষিতে যদি সরকার বাধ্য হয়ে মাদরাসা খুলে দেয়। আর তখন আপনার মাদরাসার দুই চার জন ছাত্র যদি আক্রান্ত হয়ে যায় তখন কি হবে?একবার কি ভেবে দেখেছেন?

বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আগে কেউ কেউ বলেছিল, মুসলমানদের করোনা হবে না। কেউ বলেছিল, নামাজিদের করোনা হয় না। এখন তারা কি লজ্জিত নয়?

দিন দিন রোগী বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও একেবারে কম নয়। আল্লাহ না করুক! যদি ইটালি-আমেরিকার মতো আমাদের দেশের অবস্থা হয়ে যায়, তখন কি উপায় হবে? সেরকম হবে না এমন নিশ্চয়তা আপনি কিভাবে পেলেন?

অতএব বেশি আবেগ না দেখিয়ে মাদরাসা খোলার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিন।
হাট, বাজার, অফিস, আদালতের সঙ্গে প্রতিষ্ঠানকে তুলনা করবেন না। তা অযুক্তিক।

লেখক: সম্পাদক দেশ দুনিয়া নিউজ



source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95/

0 Comments