কওমী মাদ্রাসার ভর্তি কার্যক্রমে বাধা নেই; তবে মাদ্রাসায় অবস্থান করতে পারবেনা শিক্ষার্থিরা

দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের এই দুর্যোগকালীন সময়ে ভর্তির পর শিক্ষার্থীদের মাদরাসায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক।

আজ (১ জুন) সোমবার সকালে বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, কাওমি মাদরাসাসমূহে ভর্তির বিষয়ে সরকারের সাথে আলােচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কোনাে বাধা নেই। তবে ভর্তির পর কোন ছাত্র/ছাত্রী কিছুতেই প্রতিষ্ঠানে অবস্থান করতে পারবে না।

তিনি আরো জানান, কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ, মাদরাসায় ক্লাস পরিচালনা, হােস্টেলে ছাত্র/ছাত্রী অবস্থানের বিষয়ে নির্দেশনা পরবর্তীতে জানানাে হবে। মাদরাসা খোলার বিষয়ে তিনি বলেন, দেশের এ পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নেয় আমরাও সে অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবো।

এদিকে গতকাল রোববার সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পর সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ সিদ্ধান্তে পৌঁছেছে যে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করতে কোনো বাঁধা নেই।



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

0 Comments