এম বাহাউদ্দীন নোমান (দশমিনা প্রতিনিধি): সর্বত্র চলছে উন্নয়নের স্লোগান ৷ দেশের সরকার দলীয় লোকদের বক্তব্য শুনলে মনে হয় যেন দেশ সিঙ্গাপুরে রূপান্তরিত হতে চলেছে ৷ এত কিছু সত্ত্বেও ঢাকা টু রাঙ্গাবালী নৌ রুটের যাত্রীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ৷ পরিবর্তন আসেনি এ রুটে চলাচলকারী লঞ্চগুলো।
দিন যত যাচ্ছে ততই বাড়ছ যাত্রীদের চাপ ৷ কিন্তু আধুনিক এ রুটের যাত্রীদের সেই ছোট, ভাঙ্গা-চুরা লঞ্চ দিয়ে দীর্ঘ পথ চলাচল করতে হচ্ছে ৷
অদক্ষ চালক ও নিম্নমানের শ্রমিকের দিয়ে সার্ভিস দেয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলা হচ্ছে প্রতিনিয়ত।
গত কয়েকদিন ধরে এই ঢাকা-রাঙ্গাবালী রুটে লঞ্চের তলা ফেটে যাওয়া ও লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকা ডোবার মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।তাছাড়া ঝর তুফানে এসব ছোট-খাট লঞ্চে চলাচল করা বিপজ্জনক বলে অনেকে মন্তব্য করেছেন। যার কারণে এ এলাকার লোকজন এসব লঞ্চে চলাচল না করে, কালাইয়া বা পটুয়াখালীর লঞ্চ দিয়ে চলাচল করে থাকেন।
যাত্রীদের দাবী পুরাতন ও ফিটনেস বিহীন লঞ্চগুলো বিশেষ করে-জামাল, জাহিদ ৩, রাসেল ১ কোকো ইত্যাদি- লঞ্চ গুলোর পরিবর্তে আধুনিক ও মানসম্মত লঞ্চ যাতে এই ঢাকা-রাঙ্গাবালী রুটে দেয়া হয় সে বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান যাত্রীরা
source https://deshdunianews.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%8c-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f/
0 Comments