জিহাদুল ইসলাম আনসারী: (ধামরাই ঢাকা প্রতিনিধি)
ধামরাই থানাধীন রোয়াইল ইউনিয়নের বৃহত্তর একটি গ্রাম চরসুঙ্গ। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই গ্রামটিকে।
এই গ্রামে উৎপাদন হয় হরেকরকমের সাক সবজি তরিতরকারি। তন্মধ্যে রয়েছে। গাজর, পটল,বেগুন, চাল কুমড়া, মিষ্টি লাউ, পেঁপে, ঝিঙে, চিচিঙ্গা, ইত্যাদি।
এই গ্রামের মানুষগুলি অনেক পরিশ্রমী। শত কষ্টের মাঝে ও তাদের মুখে হাসি থাকে সর্বদা
কিন্তু যখনি বৃষ্টি হয় এই মানুষ গুলির মুখের হাসি আর হাসি থাকে না পরিণত হয় এক বুক কষ্টে।
কারণ গত দশ বছরে এই গ্রামে তেমন কোন উন্নয়নের ছোঁয়া পায়নি।
অত্র এলাকার জন সাধারণ দেশ দুনিয়া নিউজকে জনিয়েছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধামরাইয়ে চরসুঙ্গর গ্রাম ছাড়া অন্য কোন গ্রামের রাস্তা-ঘাট কাঁচা আছে বলে আমাদের মনে হয় না । এই গ্রামটির প্রতি স্থানীয় প্রতিনিধীদের কোন ভ্রুক্ষেপই নেই। চরম অবহেলিত এই গ্রামের বাসিন্দারা।
তারা আরো বলেন, আমরা দেশ দুনিয়া নিউজের মাধ্যমে স্থানীয় প্রতিনিধি সহ ধামরাইয়ের গণ মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এম.পি সাহেবের কাছে আবেদন জানাই, তিনি যেন খুব দ্রুত আমাদের চলাচলের এই রাস্তাটি পাকা করে দেন। বৃষ্টি বাদলের দিনে আমাদের যেন আর দুর্ভোগ পোহাতে না হয়।
source https://deshdunianews.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/
0 Comments