জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব গৃহীত

মোঃ ইসমাইল সিরাজী: (বিশেষ প্রতিনিধি)

সোমবার (২২ জুন) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে রোহিঙ্গাদের স্ব-সম্মানে ফিরিয়ে নেয়ার প্রস্তাব গৃহীত হয়।

মানবাধিকার পরিষদের অন্তর্ভুক্ত ৪৭টি সদস্য দেশের ৩৭টির ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে। উন্মুক্ত ভোটে দুটি দেশ বিপক্ষে মত দেয় এবং ভোটদানে বিরত থাকে আটটি দেশ।

বিষয়টি মানবাধিকার পরিষদের বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ঃ- বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে উপযুক্ত পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের আবাসস্থলে ফেরত যেতে উৎসাহিত করতে মিয়ানমারকে আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় প্রশংসা করার পাশাপাশি তাদের প্রত্যাবাসন সম্পন্ন হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানানো হয়েছে উক্ত প্রস্তাবে।

যদিও ২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে। তথাপিও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।



source https://deshdunianews.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99/

0 Comments