শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত, মসজিদ-মাদরাসা এখনো সিদ্ধান্তহীন

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পর্যায়ক্রমে তৈরি পোশাক ও বিভিন্ন শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তৈরী পোশাক কারখানা খোলা রাখার তাগিদ দেয়া হয়েছে। শ্রমিকদের পরিবহন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলেও জানান তিনি।
রোববার (০৩ মে) দুপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত এলেও মসজিদ-মাদরাসা উম্মুক্ত করার ব্যাপারে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত না আসায় ধর্মপ্রাণ মুসলিমরা হতাশ। বিশেষ করে গাজীপুরে মসজিদ খোলা নিয়ে মেয়রের বক্তব্যের পর ধর্মপ্রতিমন্ত্রী মসজিদ খোলা নিয়ে আক্রমণাত্বক বক্তব্য দিয়েছেন। তিনি গাজীপুরের মেয়রের ব্যাপারে বলেন, “মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে”। 
মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে
ধর্মপ্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয় এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে মসজিদ-মাদ্রাসা খোলা হওয়ার বিষয়ে চরম হতাশা ও আশংকার জন্ম দেয়।
এদিকে বাংলাদেশের সকল কওমী মাদরাসার জন্য সরকার ৮ কোটি ৩১ লাখ টাকা বরাদ্ধ দেয়। যা প্রতি মাদরাসা জন্য গড়ে ১১ হাজার টাকা সমপরিমাণ। এবং প্রতি শিক্ষকের মাথাপিছু ২৭৭ টাকা করে পড়ে। কওমী মাদরাসা প্রতিনিধিরা এটাকে সরকারের হটকারিতা উল্লেখ করে সরকারের এ অনুদান প্রতাখ্যান করে।


source https://deshdunianews.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/

0 Comments