শিল্প কারখানা খোলা রেখে লকডাউন, একসাথে দু’নীতি চলতে পারে না: মাদানী

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: শিল্প কলকারখানা ও গার্মেন্টস খুলে দিয়ে দেশকে ঝূকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়ায়  গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রাশ করে বলেন, সরকার সারাদেশে সাধারণ ছুটি বৃদ্ধি করে করোনা মোকাবেলার চেষ্টা করছেন, অন্যদিকে গার্মেন্টস খুলে দিয়ে দেশকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
আজ (০৩ মে) রবিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার দেশকে করোনা মুক্ত করতে চাইলে হয়তো পুরোপুরি লকডাউন করতে হবে নতুবা সাধারণ ছুটি বাতিল করে জনসাধারণকে উম্মুক্ত করে দিতে হবে।
প্রিন্সিপাল মাদানী বলেন, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার শিল্প-কলকারখানা ও গার্মেন্টস খুলে দেয়ার অনুমতি দিয়েছে যা একই সথে দুই বিপরীত চালানো হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
তিনি বলেন, হয়তো সরকারকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে নতুবা সব খুলে দিতে হবে। তিনি বলেন, গার্মেন্টস ও কারখানা গুলোই সবচেয়ে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


source https://deshdunianews.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%b2/

0 Comments