ফেনীর রোগিদের করোনা টেস্ট পরিক্ষা হবে নোয়াখালীতে

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষা করতে নোয়াখালীতে ল্যাব চালু করা হয়েছে। ফলে রিপোর্ট পেতে দীর্ঘসূত্রতা কাটাতে আগামী সপ্তাহ থেকে ফেনী জেলা থেকে নমুনা পাঠানো হবে নোয়াখালীতে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানায়, করোনা পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবরেটরি চালু হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব পরিচালনায় সহায়তা করবে। এতে করে নোয়াখালী ছাড়াও ফেনী এবং লক্ষ্মীপুর সহ জেলা অঞ্চলের মানুষের নমুনা পরীক্ষা করা যাবে।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, নোয়াখালীতে ল্যাব পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। নির্দেশনা পেলে আগামী সপ্তাহ থেকে নোয়াখালীতে নমুনা পরীক্ষার জন্য প্রেরন করা হতে পারে। ফলে প্রতিদিন নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া সহজ হবে।

ফেনী জেলা বিএমএ সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার জানান, নোয়য়াখালীতে নতুন ল্যাব হওয়ায় সুফল পাবে নোয়াখালী সহ ফেনীবাসী

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৭ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে গতকাল বুধবারই তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। প্রথম পর্যায়ের দু’জনকে গতকাল বিকালে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অপর একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৫শ ৩৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৩শ ২৯ জনের নমুনা প্রতিবেদন আসে।



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d/

0 Comments