সামাজিক দূরত্ব বজায় রেখে ইসলামী আন্দোলন কক্সবাজার জেলার ত্রাণ বিতরণ

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মনোরম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা ত্রাণ বিতরণ সম্পন্ন করে।
বিগত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তারই অংশ হিসেবে আজ (৯ মে) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কয়েককটি পৃথক পৃথক স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত কয়েকটি স্পটের মধ্যে রয়েছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১. হরিনমারা, ২. পূর্ব ডিগলিয়া পালং ৩. পশ্চিম ডিগলিয়া পালং এলাকা।
ত্রাণ বিতরণের সময় জেলা সভাপতি দেশের বিদ্যমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সরকারের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে যে চুরির মহোৎসব চলছে তা বন্ধ করার জোর দাবী জানান। তিনি এ মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখা এর আগেও বিভিন্ন উপজেলায় কয়েক দফা ত্রাণ বিতরণ করে।


source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/

0 Comments