ইসলামী বিপ্লবের আধুনিক মডেল

মাওলানা আবদুর রাজ্জাক।

একটি সফল বিপ্লবের জন্য গণমানুষকে সাথে নিতে হবে। আর সাথে রাখার জন্য যা করার তাই করতে হবে।দেশের বেশিরভাগ মেয়েরা মুখমণ্ডল খোলা রাখতে পছন্দ করে। তাই মুখমণ্ডল খোলা যায়েজ ফতোয়া দিলে তরুণীরা পক্ষে আসবে।শুধু তাই নয় বরং যেসব তরুণরা মেয়েদের মুখমণ্ডল দেখতে চায় তারাও বেজায় খুশি।

যাদের কিছুটা বয়স হয়েছে, তবে অনেক নামাজ কাজা হয়ে গেছে কিন্ত শয়তানের কুমন্ত্রণায় কাজা করতে ইচ্ছুক নয়। কাজা লাগবে না ফতোয়া দিলে তারাও খুশি।

অমুসলিম দেশে অনেক তরুণ প্রবাস জীবন যাপন করছে। সেখানে মুশরিকা মেয়েদের বিয়ে করতে চায়। কিন্ত নিজেদের সামাজিক কারণে, আর কাঠমোল্লাদের ফতোয়ার ভয়ে তা করতে পারেনা। এখন যে বক্তা তাদের বিয়ে করা যায়েজ ফতোয়া দিবে, তার পক্ষে সেই প্রবাসীরা যাওয়াই স্বাভাবিক।
আবার এতে প্রধানমন্ত্রীর পরিবারও কম খুশি নয়।

অনেক হাফেজ আছে তারাবীহ মুখস্থ নিয়ে খুবই টেনশনে আছে। দেখে দেখে পড়া যায়েজ ফতোয়া দিলে তারাও ভক্ত হয়ে যাবে নিশ্চিতে। বিপ্লবের জন্য শ্রমিকদের খুব বেশী প্রয়োজন। তাদের রোজা না রাখা যায়েজ ফতোয়া দিলে তারাও পক্ষে চলে আসবে।

সব মানুষ যখন পক্ষে এসে গেল বিপ্লব আর বেশি দূরে নয়। কাঠমোল্লারা ফতোয়াবাজি করে কি ঠেকাতে পারবে?

লেখক: মাওলানা আবদুর রাজ্জাক
বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক,
সম্পাদক দেশ দুনিয়া নিউজ



source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae/

0 Comments