খুলে দেয়া হল মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ

দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ অবশেষে সৌদি আরবের প্রধান দুই মসজিদ এবং মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববী সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

সৌদি গ্যাজেটের সংবাদে বলা হয়, প্রায় এক মাস ১০ দিন সাধারণ মুসল্লীদের জন্য মসজিদ দু’টিতে প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা থাকার পরে অবশেষে আজ শুক্রবার থেকে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সেই সঙ্গে করোনা সংক্রমণ রোধে আগত মুসল্লীদের জন্য কিছু নিয়মনীতি বেঁধে দেয়া হয়েছে মন্ত্রণালয়টির পক্ষ থেকে।

১.সবাই নিজের জায়নামাজ সঙ্গে আনবেন। জায়নামাজ ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
২.মসজিদের কুরআন ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বাসা থেকে কুরআন সঙ্গে আনতে হবে।
৩.দুই মুসল্লীর মাঝে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে

৪.মসজিদের ওয়াশরুম বন্ধ থাকবে। অজু-ইস্তেঞ্জা বাসা থেকে সেরে আসতে হবে।
৫. মাস্ক পরে আসতে হবে।
৬.মসজিদের সামনে রাখা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ থেকে সৌদি সরকার মসজিদ দুটিতে অনির্দিষ্টকালের জন্য সাধারণ মুসল্লীদের প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।



source https://deshdunianews.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

0 Comments