সরকারী অনুদান গ্রহণে কী কী ক্ষতি হতে পারে কওমী মাদরাসার

মাওলানা আবদুর রাজ্জাক। 

আমাদের ফেনীর আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে, “ক্ষুদ খাই হেড নষ্ট করে লাভ নাই “ বাক্যটির মর্ম হলো, তুচ্ছ কিছু গ্রহণ করে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়াতে কোন উপকার নেই। আলোচিত বিষয়ে প্রবাদটির মর্ম দাড়ায় ৬৯৫৯টি কওমী মাদরাসা সরকারি আট কোটি একত্রিশ লাখ টাকার সহায়তা থেকে মাদরাসা প্রতি ১১৯৪১টাকা গ্রহণ করলে একদিকে মাদরাসার ঐতিহ্য, বৈষিষ্ট্য ও শত শত বছরের গৌরব ধ্বংস হবে। অপর দিকে কওম অর্থাৎ জনসাধারণ এতদিন যেটা জানতো যে, কওমী মাদরাসা সরকারি কোন অনুদানে চলে না। তাই তারা নিজেরা কওমী মাদরাসায় দান – অনুদান দিয়ে পরিচালনাকে নিজেদের দায়িত্ব মনে করত।
এখন সরকার ১১হাজার টাকা করে অনুদান দিয়ে তিলকে তাল বানিয়ে যখন প্রচার করবে তখন জনসাধারণ ভাববে সরকার তো কওমী মাদরাসায় অনুদান দিচ্ছে এখন আর আমাদের দেয়ার প্রয়োজন নেই। তখন কওমী মাদরাসা জনসাধারণের লক্ষ লক্ষ টাকা দান-অনুদান থেকে বঞ্চিত হবে।
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারের ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ আলীয়া মাদরাসা করে না, স্কুল-কলেজের নাস্তিক্যবাদী সিলেবাসের প্রতিবাদও করতে হয় কওমী আলেমদেরকে। অনুদান গ্রহণ করার পর নাস্তিকরা সরকারকে দিয়ে ইসলামের ক্ষতি করবে। আর তখন সরকারি অনুদান গ্রহন করার কারণে কওমী আলেমরাও প্রতিবাদ করার সাহস পাবে না। তাইতো দারুল উলূম দেওবন্দের “উসূলে হাশতেগানা ” আটটি মূলনীতির একটি হলো সরকারি অনুদান গ্রহন না করা।

লেখক: মাওলানা আবদুর রাজ্জাক
বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক,
সম্পাদক দেশ দুনিয়া নিউজ



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95/

0 Comments