দেশ দুনিয়া নিউজ
দেশ দুনিয়া নিউজ সম্পর্কে পাঠকের অভিমত -২
দেশ দুনিয়া নিউজ সম্পর্কে ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা শাখার উপসম্পাদক, মুহাম্মদ আব্দুল হালীম ফেসবুক পাতায় দেশ দুনিয়া নিউজ সম্পর্কে তার গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন এবং দেশ দুনিয়া নিউজ সম্পাদকের প্রতি বিশেষ আরজ পেশ করেন। তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:
দেশ দুনিয়া নিউজের জন্য “শুভকামনা”
“দেশ দুনিয়া নিউজ পোর্টাল” মাত্র কয়েক দিন আগে কোন প্রকার প্রচার-প্রচারণা ও আনুষ্ঠানিকতা ছাড়া পথচলা শুরু করে ৷ শুনেছি বর্তমানে পরীক্ষামূলক সংস্করণ চলছে ৷
সল্প সময়ের মধ্যে পাঠক মহলে যে পরিমাণ সাড়া জাগিয়েছে, পোর্টালের প্রতিটি নিউজের যে পরিমাণ ভিউ,শেয়ার ও কমেন্টস তাতে বলা যায় সাংবাদিকতার জগতে একটি ভাল অবস্থান তৈরী করে নিতে সক্ষম হবে “দেশ দুনিয়া নিউজ” নিউজ পোর্টালটির সম্পাদনায় আছে বিশিষ্ট লেখক ও গবেষক মাও.আবদুর রাজ্জাক সাহেব।
সহযোগী হিসেবে আছেন প্রিয় বন্ধু মুফতি সালাহুদ্দিন আইয়ুবী, মুফতি নিজাম উদ্দিন আল গাজী,মাও.ওমর ফারুক আবদাল, মাও.আতাউল্লাহ কবীর ভূঁইয়াসহ আরো অনেকে।দেশে বর্তমানে অসংখ্য পোর্টাল রয়েছে ৷ ইসলামিক পোর্টালের সংখ্যাও নেহায়েত কম নয় ৷ তা সত্ত্বেও সাংবাদিকতার জগতে ইসলামপন্থীদের পদাচারণার প্রয়োজনীয়তা পূরণ হয়েছে বলে মনে হয়না ৷ এক্ষেত্রে আমাদের আরো ওয়েবসাইট দরকার ৷ আরো নিউজ পোর্টালর দরকার ৷ আমি মনে করি আমরা কেউ কারো প্রতি পক্ষ নয়;বরং একে অপরের সম্পূরক ৷ এ দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ দুনিয়া নিউজ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি ৷
পরিশেষে “দেশ দুনিয়া নিউজ” পরিবারের প্রতি অনুরোধ পোর্টালটি টিকিয়ে রাখুন ৷ কাজের ধারাবাহিকতা বজায় রাখুন ৷ পরিকল্পিত ভাবে ধীর গতিতে এগিয়ে যান ৷ জনচাহিতা পূরণের মাধ্যমে অধিকার করুন সাংবাদিকতা জাগতের শীর্ষস্থান এ কামনায়।
আরো পড়ুন: দেশ দুনিয়া নিউজ সম্পর্কে আতিকুল্লাহ আল মামুন- এর অভিমত
দেশ দুনিয়া নিউজ সম্পর্কে পাঠকের অভিমত -২
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-2/
0 Comments