চাল চোরদের সমালোচনা করা না গেলে, চ্যানেলগুলোকেও বিটিভির মর্যাদা দেয়া হোক

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: টেলিভিশন টকশোগুলোতে নামাজ-জামাত নিয়ে বিরূপ বিদ্রুপ করলে তাতে কিছু যায় আসে না। কিন্তু যখনই দেশের বিভিন্ন সেক্টরে ঝেঁকে বসা দুর্নীতিবাজ ও চোরদের ব্যাপারে যতসামান্য আলোচনা আসতেই তা বন্ধের নোটিশ দেয়া হয়। এ ব্যাপারে ড. তুহিন মালিক প্রতিবাদ জানিয়ে তার ফেসবুক ওয়ালে স্টেটাস দিয়ে বলেন, “যদি চাল চোরদের সমালোচনা করা না যায়, তাহলে প্রাইভেট টিভি চ্যানেলগুলোকেও বিটিভির মর্যাদা দেয়া হোক “ । দেশ দুনিয়া নিউজ পাঠকদের জন্য তার স্টেটাসটি  হুবুহু তুলে ধরা হলো:-

“এটা টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের সভাপতির জরুরী বিজ্ঞপ্তি। তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে সকল চ্যানেল মালিকদেরকে তাদের টেলিভিশনের টকশোগুলোতে করোনা ভাইরাস নিয়ে সকল ধরনের সমালোচনা এবং নেতিবাচক আলোচনা পরিহার করতে জরুরী বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
আলোচনা-সমালোচনার মাধ্যমেই যে কোন সংকটের সুষ্ঠু মোকাবেলা সম্ভব। করোনা মহামারীর সময় যদি চাল চোরদের সমালোচনা করা না যায়, তাহলে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলোকেও বিটিভির মত গুণকীর্তনের বাক্সের মর্যাদা দিয়ে সরকারী প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হোক।”


source https://deshdunianews.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8/

0 Comments