গরীবের ত্রাণ লুন্ঠনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, দাগনভূইয়া উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে বলেন, গোটা বিশ্ব যখন করোনা নামক ভাইরাসের মহামারীতে ভুগছে, বাংলাদেশও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৮০০ (আটশত) পেরিয়ে গেছে। মহামারীর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পুরো দেশ অচল হয়ে গেছে। স্থবির হয়ে গেছে জনজীবন, বিপর্যস্ত হয়েছে সকল জনপদ। বন্ধ হয়ে গেছে মানুষের কর্ম ও আয়ের উৎস। যার ফলে জনজীবনে নেমে এসেছে হতাশা ও দুঃখ। বিশেষ করে দিনমুজুর ও নিম্ন মধ্যেবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে চলছে করুণ হাহাকার৷

এমন কঠিন বিপদসংকুল সময়ে সরকার ও বিভিন্ন সংগঠন এবং সংস্থা যখন গরীব দুঃখীদের পাশে দাড়িয়েছে। তখনও দেশের কথিত কিছু জনপ্রতিনিধিরা গরীবের ত্রাণের চাউল সহ খাদ্য সামগ্রী চুরির প্রতিযোগিতায় নেমেছে, যা বড়ই দুঃখ জনক। ইতিমধ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। অামরা অাহবান জানাবো এমন কলংকিত জনপ্রতিনিধিদের বিচারের মুখোমুখি করতে হবে। সাথে সাথে তাদেরকে বরখাস্ত করতে হবে।

আজ ১২.০৪ ২০২০ সোমবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ দাগনভূইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাবুদ্দিন ও সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ আল মামুন যৌথ বিবৃতিতে এ আহবান জানান।

উক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন- এমন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশের সম্পদশালী ও বিত্তবান শ্রেণির মানুষরা যেন দিনমজুর, গরীব-অসহায়দের পাশে সাহায্যের হাত প্রসারিত করেন। বিশেষ করে অসহায় আলেম ওলামা যারা লোকশরমে মানুষের নিকট ত্রাণের জন্য হাত বাড়াননা খোজ নিয়ে যেন তাদের ঘরে খাবারের ব্যাবস্থা করেন।



source https://deshdunianews.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6/

0 Comments