হোম কোয়ারান্টিনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:  চীনের উহান থেকে নভেল করোনা ভাইরাস অন্য দেশে ছড়িয়ে পড়ার শুরু করলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের-আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে সর্বশেষ তথ্য জানিয়ে আসছিলেন।

গত কয়েক দিন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি অনুপস্থিত থাকলে গণমাধ্যমে তাঁর কোয়ারান্টিন এবং আইইডিসিআরের ‘ছয়জন কর্মীর’ করোনা ভাইরাসে আক্রান্তের খবর ভাসতে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার বরাতে জানা যায়, আইইডিসিআরের চারজন কর্মী আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে আছেন। তাদের সংস্পর্শে যারা ছিলেন, তারা কোয়ারেন্টিনে আছেন।

“মীরজাদী সেব্রিনা ফ্লোরা আক্রান্ত হননি। তবে তিনিও কোয়ারেন্টিনে আছেন।” মীরজাদী নিজে পরে এসএমএসে জানান, তিনি ভালো আছেন।

 



source https://deshdunianews.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80/

0 Comments