প্রিয় ভাইয়েরা!
আপনাদেরকে সু-সংবাদ দিচ্ছি,
আপনাদেরকে আল্লাহর নামে তিনবার কসম করে বলছি; এই মহামারি অচিরেই শেষ হবে, কোন সন্দেহ নেই
কেননা আল্লাহর সুন্নাত হচ্ছে। তিনি মুহাম্মদ সা.এর উম্মতের উপর কোন আজাব দীর্ঘস্থায়ী করেনন না।
আল্লাহ তাআলার আরেকটি সুন্নত হলো মহামারির সময় থাকে স্বল্প।
কিন্তু প্রিয় ভাইয়েরা আমার!
‘করোনা’ অচিরেই এটির সমাপ্তি ঘটবে, কোন সন্দেহ নেই, কিন্তু আল্লাহর দোহাই দিয়ে আপনাদের কাছে দাবি করছি, আল্লাহর দোহাই দিয়ে আপনাদের কাছে দাবি করছি, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আবদার করছি…করোনা মহামারি যবে শেষ হবে; পুণরায় সুদি কারবারে লিপ্ত হবেন না।
যখন করোনা মহামারি শেষ হবে, তখন আপনাদের মেয়েদেরকে পূণরায় ছেলেমেয়েদের মিশ্রণে পাঠাবেন না।
আল্লাহর নামে আপনাদের কাছে দাবি জানাই,
আজ তো একজন অপরজনকে সালাম দিতে নিষেধ করে,
যুবকদেরকে কাউকে সালাম দিতে নিষেধ করা হয়, করোনার ভয়ে।
আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে দাবি জানাচ্ছি; এখন যে অবস্থায় আছেন, এই অবস্থার উপর অটল থাকুন।
হে সম্মানিত মহিলাগণ!
এখন যে অবস্থায় আছেন, করোনার পর ও এর উপর অবিচল থাকুন।
আজকে জাগ্রত ব্যক্তিটি মৃত্যু ভয়ে ভীত। জীবাণুনাশক আর মাস্ক ব্যবহার করে, মৃত্যুভয়ে।
আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আবদার ;
এখন যে রকম আছেন, করোনার পর ও এই অবস্থার উপর স্থায়ী থাকুন।
ওই মসজিদ গুলো, যেগুলো বন্ধ করে দেয়ার পর তার প্রতি ভালোবাসার অশ্রু ঝরে।
অথচ ক্রন্দনরত ব্যক্তিটি করোনার আগে ফজর নামাজ পড়তনা, তাই করানোর পর ওই ভুলের কারণে কেঁদো।
আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি ;
আজকের এই ঈমান,
আজকের এই তাকওয়া,
আজকে এই আল্লাহ ভীতি,
আজকের এই উদ্বেগ,
আজকের এই দিনে আল্লাহ নৈকট্য ; মৃত্যুভয়; করোনার পরও এটার উপর দৃঢ় থাকুন।
আল্লাহর কসম …
অচিরেই পৃথিবী সুস্থ হয়ে উঠবে।
আজ মানুষ প্রত্যেকে একে অপরের থেকে ক্ষমা চাচ্ছে।
একে অন্যকে মেসেজ দিচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমায় ক্ষমা করে দাও।
আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও।
করোনা অচিরেই চলে যাবে..……
কিন্তু ; এরপর আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না।
করোনার পর পুনরায় সুদে লিপ্ত হবেন না।
করোনার পর আপনাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না।
“করোনা পর ……
ক্ষমতাধর রাষ্ট্রগুলো, আজ সেগুলো মুখ থুবড়ে আছে । পারমাণবিক বোমাগুলো কোন কাজে আসছে না। পৃথিবীর শক্তিশালী দেশ, সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র চুপসে গেছে।
ওদের যুদ্ধ বিমানগুলো; কোন কাজে আসছে না। ওরা থমকে গেছে, একটি ছোট্ট ভাইরাসের আক্রমণে যা খালি চোখে দেখা যায় না।
ওরা এখন যেমন চুপচাপ ;এরকমই থাকবে কি ? সিরীয়দের হত্যার তাৎক্ষণিক সংবাদ কোথায়? গাজাবাসীদের হত্যার খবর কোথায়?
ইয়েমেন বাসীদের হত্যার খবর কই? ইরাকিদের হত্যার ওই সংবাদ কই – যা আমরা শুনতে পেতাম! পুরো বিশ্ব জুলুম আর হত্যার ব্যাপারে চুপচাপ আছে।
ওই সিরিয় শিশুটি, যে শহীদ হবার আগে বলেছিল…
সে বলেছিল ;
“আমি আল্লাহকে সবকিছু বলে দিব ”
এটা বলেছিল ছোট্ট একটি বাচ্চা :কত বয়সই বা হবে ;
বলেছে ; “আল্লাহকে আমি সবকিছু বলে দিব ”
আর আজকের এই বিশ্বের দিকে তাকালে,
আজ এই হত্যাকারী জালেম বিশ্বের দিকে তাকিয়ে দেখুন……
ভীতসন্ত্রস্ত ছোট্ট এক ভাইরাসে।
কামনা করি, যেন ওরা কেয়ামত পর্যন্ত এরকম ভীতসন্ত্রস্ত থাকে। (আমিন)
কামনা করি, করোনার পর যেন বোমাবিস্ফোরক ব্যারেলগুলো আমাদের সিরিয়ার লোকদের উপর বর্ষিত না হয়। (আমিন)
কামনা করি, যেন করোনার পর ইয়েমেনবাসীরা আর ক্ষুধার্ত না থাকে। (আমিন)
বোমা যেন ইয়ামেনিদের আক্রান্ত না করে, প্রতিমুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় আর কোন শিশু যাতে মারা না যায়।( আমিন)
আশা করি যেন আজকের এই মানবতা করোনার পরেও বাকি থাকে।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8/
0 Comments