রমজান উপলক্ষ্যে মসজিদে হারাম ও মসজিদে নববীর প্রস্তুতি সম্পন্ন

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে সউদী আরবের প্রধান মসজিদদ্বয় মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিভিন্ন ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, দুই মসজিদের পরিস্কার-পরিচ্ছন্নতা। এ বছরের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। -আল আরাবিয়া

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বছরের নির্ধারিত সময়ে মসজিদে হারাম ও মসজিদে নববী একটি বিশেষ প্রযুক্তিগত দলের মাধ্যমে – পবিত্র কাবার গিলাফ ও তার পৃষ্ঠকে পরিষ্কার করা এবং জীবাণুমুক্তকরণ হয়, যা সম্পন্ন হয়েছে।

সউদী বাদশাহ ও খাদেমে হারামাইন শরীফাইন কর্তৃক নিয়োগকৃত বিশেষায়িত প্রযুক্তিগত দল সর্বশেষ আধুনিক ডিভাইস এবং মেকানিজমগুলোর মাধ্যমে কাজ করে কাবার পবিত্রতা এবং দীপ্তি বজায় রাখছে। বিশেষ করে, পবিত্র রমজান মাসে মুছল্লীদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষে এ কাজ। মসজিদে হারাম এবং মসজিদে নববীর প্রধান ইমাম শেখ ড. আবদুর রহমান আল-সুদাইসের নেতৃত্ব এবং নির্দেশনায় কাজগুলো সম্পন্ন হয়েছে । এর একাধিক ছবি হারামাইন শাইরিফাইনের ইমামদের পরিচালিত টুইটার আইডিতেও আপলোড করা হয়েছে।
ওয়াল্ড মেটার ইনফো অনুযায়ী, সৌদি আরবে আজ বুধবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৩১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৯ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৬৪০ জন।



source https://deshdunianews.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b9/

0 Comments