করোনার মধ্যেই চীনে ভয়াবহ দাবানল; নিহত ১৯

দেশ দুনিয়া নিউজ
করোনার মধ্যেই চীনে ভয়াবহ দাবানল; নিহত ১৯

সালাহুদ্দীন আইয়ুবী:  করোনার প্রকোপ পুরোপুরি শেষ না হতেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে একটি বিশাল বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা।

প্রতিবেদনে বলা হয়, আগুন নেভাতে গিয়ে ১৮ জন দমকলবাহিনীর সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন । স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ধোয়ায় জিচ্যাং শহরের আকাশ পুরো ছেয়ে গেছে।

এ বিষয়ে একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে দমকলবাহিনীর ১৪০ টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকলবাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন। প্রায় ১২শ’ মানুষকে দাবানল থেকে উদ্ধার করা হয়েছে।

করোনার মধ্যেই চীনে ভয়াবহ দাবানল; নিহত ১৯
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/

0 Comments