দেশ দুনিয়া নিউজ
সড়ক দুর্ঘটনা: টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত হয়েছেন ৫ জন এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আজ শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আয়ারল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়। আহত ১১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ তিনি জানান, নিহতদের মধ্যে একজন মহিলা ও চারজন পুরুষ রয়েছে। হতাহতরা সবাই করোনার ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।
সড়ক দুর্ঘটনা: টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/
0 Comments